হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা নিয়ে যা জানালেন ইসরায়েলি কর্মকর্তা 

ইসরায়েলে ১৮১টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে। এখনই না হলেও ইরানকে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতে ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র গাই নীর। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইরান সমর্থিত গোষ্ঠী হামাস ও হিজবুল্লাহর প্রধানকে হত্যার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। ইসরায়েলের দাবি, তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরান মিলিটারি নামে একটি ভেরিফায়েড পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়, তাদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। 

প্রায় এক বছর আগে শুরু হওয়া ইসরায়েলের গাজা আগ্রাসন ও সাম্প্রতিক সময়ে শুরু হওয়া লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর এটিই ইসরায়েলের ওপর সবচেয়ে বড় হামলা। একই সঙ্গে, এই হামলা মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের সবচেয়ে বড় আশঙ্কা সৃষ্টি করেছে। 

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে গাই নীর বলেছেন, ‘যদি তিনি (আয়াতুল্লাহ আলী খামেনি) ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার পরিকল্পনা করেন, তবে এটি তাদের (ইরান) জন্য একটি ভুল সিদ্ধান্ত হবে। মঙ্গলবারের হামলার ইসরায়েলি প্রতিক্রিয়া হবে কৌশলগত, পিন-পয়েন্টেড, তবে পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধ নয়। আমি মনে করি না, কোনো পক্ষই এটা চায়।’ 

সাক্ষাৎকারে গাই নীর যেসব দেশ ইসরায়েলে হামলার ক্ষেত্রে ইরানের সহযোগী হতে চায়, তাদেরও সতর্ক করেছেন গাই নীর। তিনি বলেছেন, ‘যদি কোনো দেশ ইরানের সঙ্গে যোগ দিতে চায়, তবে আমি আশা করি যে তারা তা করবে না, তাদের জন্যও ফলাফল ধ্বংসাত্মক হবে।’ 

এর আগে, ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির সামরিক বাহিনীর (আইডিএফ) মুখপাত্র দানিয়েল হ্যাগারি বলেন, ইসরায়েলি বাহিনী এই হামলা প্রতিরোধ ও প্রতিশোধ নিতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, ঠিক সময়মতোই এর জবাব দেওয়া হবে। 

এর আগে, ইসরায়েল বলেছিল যে তাদের সৈন্যরা ‘সীমিত’ স্থল অভিযানের জন্য দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে। তবে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর ওই অঞ্চলে প্রবেশের তথ্য অস্বীকার করেছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে