হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এফ-৩৫ যুদ্ধবিমান কেনার আলোচনা স্থগিত করল সংযুক্ত আরব আমিরাত

যুক্তরাষ্ট্রের নির্মিত এফ-৩৫ যুদ্ধবিমান কেনার আলোচনা স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল মঙ্গলবার আরব আমিরাতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

রয়টার্সকে ওই কর্মকর্তা বলেছেন, যুদ্ধবিমানটির প্রযুক্তিগত যোগ্যতা, পরিচালনার ক্ষেত্রে সার্বভৌম বিধিনিষেধ এবং এই যুদ্ধবিমানের পরিচালন খরচের বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে। সেই বিশ্লেষণের কারণে এ ধরনের যুদ্ধবিমান কেনার বিষয়ে পুনর্মূল্যায়ন করতে হবে। 

ওই কর্মকর্তা আরও বলেন, ‘তবে ভবিষ্যতে এ ব্যাপারে আবারও আলোচনা হতে পারে।’ 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের সঙ্গে চীনের সম্পর্কের উন্নতির ফলে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে দেশটিতে চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের ফাইভ-জি প্রযুক্তি ব্যবহার নিয়ে ঘোর আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। 

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলছেন, অস্ত্র বিক্রির চেয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব আমিরাতের সম্পর্ক অনেক বেশি কৌশলগত। যুক্তরাষ্ট্র সব সময় আরব আমিরাতের সঙ্গে কাজ করতে বদ্ধপরিকর। 

২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের সামরিক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৫০টি অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার কথা ছিল আরব আমিরাতের। এ ছাড়া এই চুক্তির আওতায় ড্রোনসহ সর্বাধুনিক প্রযুক্তির অস্ত্র ও সামরিক সরঞ্জামও কেনার কথা ছিল আরব আমিরাতের। 

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি