হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারে প্রাপ্তবয়স্কদের ৭৫% টিকা পেয়েছেন

কাতারের জনসংখ্যার প্রাপ্তবয়স্কদের ৭৫ শতাংশের বেশি অন্তত এক ডোজ টিকা পেয়েছেন। এ ছাড়া ৬৪ দশমিক ২ শতাংশ লোক পেয়েছেন দুটি করে ডোজ। গতকাল রোববার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম পেনিনসুলা কাতারের প্রতিদিনে বলা হয়েছে, জাতীয় কোভিড–১৯ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ৩২ লাখ ৪৯ হাজার ২৬৫ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ২২ হাজার ৯৭৭ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। এরই মধ্যে ৬০ বছরের বেশি বয়সীদের ৯৭ দশমিক ৬ শতাংশ লোক কমপক্ষে একটি করে ডোজ পেয়েছেন। আর তাঁদের মধ্যে ৯২ দশমিক ৫ শতাংশ পেয়েছেন দুটি করে ডোজ। 

এদিকে কাতারে গতকাল নতুন করে ৬৪ জন স্থানীয় নাগরিক এবং ৫৭ জন ভ্রমণকারী করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৮৯ জন। এ নিয়ে দেশটিতে ২ লাখ ২০ হাজার ৪৪৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, কাতারে এ পর্যন্ত ২২ হাজার ৫৭৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান