সিরিয়ায় সেনাদের বহন করা একটি বাসে বোমা হামলায় কমপক্ষে ১৪ সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন তিন সেনা। আজ বুধবার রাজধানী দামেস্কে এই হামলার ঘটনাটি ঘটে। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এখনো কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে।