হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতে কাজের সময় নামাজ আদায়ের জন্য কর্মকর্তাকে মারধর

ছবি: গালফ নিউজ

কুয়েতের একটি সমবায় সমিতিতে কর্মরত একজন ক্যাশিয়ার মাগরিবের নামাজ আদায়ের সময় মারধর ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানিয়েছে গালফ নিউজ।

৩৩ বছর বয়সী প্রবাসী ওই ক্যাশিয়ার পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন, দুই দিন আগে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে মাগরিবের নামাজ আদায়কালে এক নিরাপত্তা কর্মী তাকে মারধর করেন এবং হুমকি দেন।

অভিযোগ অনুযায়ী—নিরাপত্তা কর্মী তাঁকে বলেন, ‘তোমার এবং তোমার বাবার মাথা মাড়িয়ে দেব।’ পাশাপাশি ভবিষ্যতে কাজের সময় আর নামাজ না পড়ার হুমকিও দেন ওই নিরাপত্তা কর্মী।

ক্যাশিয়ারের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিরাপত্তা কর্মীকে আটক করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে তাঁর অতীত অপরাধের রেকর্ড পর্যালোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে (যদি তা পাওয়া যায়) এবং প্রত্যক্ষদর্শীদের বিবৃতি নেওয়া হচ্ছে।

ক্যাশিয়ার একটি সরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছেন, যেখানে তার আহত হওয়ার বিবরণ রয়েছে।

ঘটনাটি স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত চালিয়ে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে