হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতে কাজের সময় নামাজ আদায়ের জন্য কর্মকর্তাকে মারধর

ছবি: গালফ নিউজ

কুয়েতের একটি সমবায় সমিতিতে কর্মরত একজন ক্যাশিয়ার মাগরিবের নামাজ আদায়ের সময় মারধর ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানিয়েছে গালফ নিউজ।

৩৩ বছর বয়সী প্রবাসী ওই ক্যাশিয়ার পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন, দুই দিন আগে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে মাগরিবের নামাজ আদায়কালে এক নিরাপত্তা কর্মী তাকে মারধর করেন এবং হুমকি দেন।

অভিযোগ অনুযায়ী—নিরাপত্তা কর্মী তাঁকে বলেন, ‘তোমার এবং তোমার বাবার মাথা মাড়িয়ে দেব।’ পাশাপাশি ভবিষ্যতে কাজের সময় আর নামাজ না পড়ার হুমকিও দেন ওই নিরাপত্তা কর্মী।

ক্যাশিয়ারের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিরাপত্তা কর্মীকে আটক করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে তাঁর অতীত অপরাধের রেকর্ড পর্যালোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে (যদি তা পাওয়া যায়) এবং প্রত্যক্ষদর্শীদের বিবৃতি নেওয়া হচ্ছে।

ক্যাশিয়ার একটি সরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছেন, যেখানে তার আহত হওয়ার বিবরণ রয়েছে।

ঘটনাটি স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত চালিয়ে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

বিক্ষোভে উত্তাল ইরান, নির্বাসিত রেজা পাহলভিকে সাক্ষাৎ দেবেন না ট্রাম্প

বিক্ষোভ ছড়িয়ে পড়ায় বৈধতার সংকটে ইরানের শাসকগোষ্ঠী

ইরানজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় এক দিনে আরও ১৪ জনকে হত্যা করেছে ইসরায়েল

ইরানে যাচ্ছে রাশিয়ার কার্গো বিমান—ব্রিটিশ এমপির দাবি ঘিরে জল্পনা

ইরান বিক্ষোভের কেন্দ্রভূমি হয়ে উঠল ইলম

সরকারবিরোধী আন্দোলনে রূপ নিচ্ছে ইরানিদের বিক্ষোভ, ছড়িয়ে পড়েছে দেশজুড়ে

পালিয়ে গেছেন ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা, সৌদিতে সংলাপে গিয়ে উধাও তাঁর গোষ্ঠীর নেতারা

পাল্টা জবাব নয়, ইসরায়েলের হামলার আগেই আঘাত হানবে ইরান