হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতে কাজের সময় নামাজ আদায়ের জন্য কর্মকর্তাকে মারধর

ছবি: গালফ নিউজ

কুয়েতের একটি সমবায় সমিতিতে কর্মরত একজন ক্যাশিয়ার মাগরিবের নামাজ আদায়ের সময় মারধর ও হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। ঘটনাটি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানিয়েছে গালফ নিউজ।

৩৩ বছর বয়সী প্রবাসী ওই ক্যাশিয়ার পুলিশ স্টেশনে অভিযোগ করেছেন, দুই দিন আগে সন্ধ্যা ৫টা ৫ মিনিটে মাগরিবের নামাজ আদায়কালে এক নিরাপত্তা কর্মী তাকে মারধর করেন এবং হুমকি দেন।

অভিযোগ অনুযায়ী—নিরাপত্তা কর্মী তাঁকে বলেন, ‘তোমার এবং তোমার বাবার মাথা মাড়িয়ে দেব।’ পাশাপাশি ভবিষ্যতে কাজের সময় আর নামাজ না পড়ার হুমকিও দেন ওই নিরাপত্তা কর্মী।

ক্যাশিয়ারের অভিযোগের ভিত্তিতে পুলিশ নিরাপত্তা কর্মীকে আটক করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে তাঁর অতীত অপরাধের রেকর্ড পর্যালোচনা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হবে (যদি তা পাওয়া যায়) এবং প্রত্যক্ষদর্শীদের বিবৃতি নেওয়া হচ্ছে।

ক্যাশিয়ার একটি সরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত চিকিৎসা প্রতিবেদন জমা দিয়েছেন, যেখানে তার আহত হওয়ার বিবরণ রয়েছে।

ঘটনাটি স্থানীয়ভাবে আলোড়ন সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত চালিয়ে ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

বিক্ষোভ দমনে ইরানের সেনাবাহিনীর ‘রেডলাইন’ ঘোষণা

সামাজিক বিপ্লবের দ্বারপ্রান্তে ইরান, সত্তর দশকের চীনের প্রতিচ্ছবি দেখছেন বিশ্লেষকেরা

ট্রাম্পকে খুশি করতে দেশে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা, মন্তব্য খামেনির

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

দমনপীড়নের মধ্যেও তেহরানের রাস্তায় ফের বিক্ষোভ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

যোগাযোগবিচ্ছিন্ন ইরান থেকে যেসব খবর আসছে

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের