হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের কুদস ফোর্স সম্পর্কে যা জানা যাচ্ছে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইসরায়েল সম্প্রতি দাবি করেছে, তারা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের দুই কমান্ডারকে হত্যা করেছে। এই ঘটনার পর কুদস ফোর্স নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ইসরায়েলের দাবি, তারা কুদস ফোর্সের দ্বিতীয় শীর্ষ কমান্ডার বেহনাম শাহরিয়ারিকে ‘হত্যা’ করেছে। বেনহাম শাহরিয়ারি ইরান থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সহযোগী গোষ্ঠীর কাছে অস্ত্র স্থানান্তর করতেন বলে জানা গেছে। এর আগে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছিল, তারা কুদস ফোর্সের আরেক কমান্ডার সাঈদ ইজাদিকেও হত্যা করেছে। ইজাদির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল। যুক্তরাজ্য সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সাঈদ ইজাদি কুদস ফোর্সের প্যালেস্টাইন শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

কুদস ফোর্স কী?

কুদস ফোর্স (Jerusalem Force) হচ্ছে আইআরজিসির একটি বিশেষ শাখা, যাদের প্রধান দায়িত্ব হলো ইরানের বাইরে বিভিন্ন সশস্ত্র ও মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা এবং সমন্বয় রক্ষা। এর মধ্যে রয়েছে লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনের হামাস।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এই বাহিনী গঠন করা হয়। পুরো আইআরজিসি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে পরিচালিত হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল সরকারের শীর্ষ কর্মকর্তারা হামাস ও ইরানের মধ্যকার সম্পর্ক নিয়ে কথা বলা শুরু করেন। যদিও যুক্তরাষ্ট্র জানায়, ওই হামলায় ইরানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ তাদের হাতে নেই এবং ইরান ওই হামলার কথা জেনে ‘অবাক’ হয়েছিল। তারপরও তেহরানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই ইরানকে ‘পরোক্ষভাবে দায়ী’ মনে করে।

যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। পরের বছর, ২০২০ সালে কুদস ফোর্সের তৎকালীন প্রধান কাসেম সোলাইমানিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে হত্যা করা হয়। ১৯৯৮ সাল থেকে সোলাইমানি এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন।

ইসরায়েল তাদের অভিযানে কুদস ফোর্সের নেতাদের নিশানা করছে। এর মাধ্যমে ইসরায়েল হয়তো ইঙ্গিত দিতে চাচ্ছে, তারা শুধু গাজা বা হিজবুল্লাহ নয়, বরং এই গোষ্ঠীগুলোর পেছনের রাষ্ট্রীয় শক্তিকেও লক্ষ্যবস্তু করছে। সাম্প্রতিক হামলা ও দুই কমান্ডারের হত্যাকাণ্ডকে কুদস ফোর্সের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার