হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিমান হামলায় আইএসের ‘অন্যতম দুর্ধর্ষ’ জঙ্গিনেতা নিহত

দুর্ধর্ষ আইএস নেতা আব্দাল্লাহ মাক্কি মুসলিহ আল-রিফাই ওরফে আবু খাদিজাহ। ছবি: এক্স

ইরাকের জাতীয় গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় আইএসের এক শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত আইএস নেতার নাম আব্দাল্লাহ মাক্কি মুসলিহ আল-রিফাই ওরফে আবু খাদিজাহ।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি জানান, রিফাইকে ‘বিশ্বের অন্যতম অন্যতম দুর্ধর্ষ’ হিসেবে বিবেচনা করা হতো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমাদের নির্ভীক যোদ্ধারা তাঁকে খুঁজে বের করে হত্যা করেছে।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত বৃহস্পতিবার ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে চালানো একটি ‘বিমান হামলায়’ আইএসের এই নেতা নিহত হয়েছেন।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, রিফাই ছিলেন আইএসের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থার প্রধান। তিনি সংগঠনের বৈশ্বিক কর্মকাণ্ড, লজিস্টিক ও পরিকল্পনা পরিচালনা করতেন এবং অর্থায়নের বড় অংশও নিয়ন্ত্রণ করতেন।

সেন্টকমের বিবৃতিতে আরও জানানো হয়, অভিযানে রিফাই ও তাঁর এক সহযোগী নিহত হয়েছেন। তাঁদের দুজনই আত্মঘাতী বেল্ট পরিহিত অবস্থায় ছিলেন এবং তাঁদের কাছে একাধিক অস্ত্র ছিল।

মার্কিন সেনাবাহিনীর জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন, ‘রিফাই ছিলেন গোটা বিশ্বে আইএসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। আমাদের দেশ এবং মিত্রদের জন্য হুমকি সৃষ্টি করে—এমন সন্ত্রাসীদের হত্যা এবং তাদের সংগঠন ধ্বংস করার অভিযান অব্যাহত থাকবে।’

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে আইএস। যেখানে তারা প্রায় ৮৮ হাজার বর্গকিলোমিটার এলাকা শাসন করেছিল এবং প্রায় ৮ মিলিয়ন মানুষের ওপর কঠোর শাসন চালিয়েছিল।

এরপর ২০১৭ সালের ডিসেম্বরে ইরাক সরকার আনুষ্ঠানিকভাবে আইএসকে পরাজিত ঘোষণা করে এবং ২০১৯ সালে সংগঠনটি তাদের শেষ নিয়ন্ত্রিত ভূখণ্ড হারায়। তবে এখনো সন্ত্রাসী গোষ্ঠীটির সক্রিয় সদস্য ও কিছু স্লিপার সেল বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে এবং ইরাকি সেনাবাহিনী ও পুলিশের ওপর মাঝে মাঝেই হামলা চালিয়ে যাচ্ছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন