ইসরায়েলি নেতারা বাইডেন প্রশাসনকে দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়ে প্রকাশ্যে কথা বলা থেকে বিরত থাকার জন্য ব্যক্তিগতভাবে অনুরোধ করছেন। চারজন ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তা এই সপ্তাহে টাইমস অব ইসরায়েলকে এই তথ্য জানিয়েছেন।
একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, শুধু প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাদে সবাই এই অনুরোধ করছেন। তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারে লিপ্ত থাকায় ওয়াশিংটনের কাছে তাঁর গুরুত্ব হ্রাস পেয়েছে।
দুই ইসরায়েলি কর্মকর্তার মতে, যুদ্ধকালীন মন্ত্রিসভার বেনি গ্যান্টজ এবং এমনকি বিরোধী দলের চেয়ারম্যান ইয়ার ল্যাপিদসহ অন্য সদস্যরা যুদ্ধ শুরুর পর থেকেই দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে বাইডেন প্রশাসনের মুখ খোলা নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন।
ইসরায়েলি কর্মকর্তাদের একজন বলেছেন, ‘গত ৭ অক্টোবরের “সন্ত্রাসী” হামলার পর দ্বিরাষ্ট্রীয় সমাধান হলো হামাসের জন্য একটি পুরস্কার। নেতানিয়াহু তিনিই উচ্চ স্বরে এবং স্পষ্টভাবে এটি বলছেন। সত্যিকার অর্থে, এই মুহূর্তে ইসরায়েলে রাজনৈতিক অঙ্গনে দ্বিরাষ্ট্র সমাধানের কোনো স্থান নেই।’
এদিকে যুদ্ধের আগেও গ্যান্টজ একটি ‘দুই সত্তার সমাধান’ সম্পর্কে কথা বলেছিলেন। ওই সময় তিনি সাবধানে ‘রাষ্ট্র’ শব্দটি ব্যবহার করেননি।