হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তুরস্কে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন ১৪ মে

তুরস্কের পরবর্তী সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, ‘আগামী ১৪ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত শনিবার বুরসা প্রদেশের যুব সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় এরদোয়ান এ তারিখ ঘোষণা করেন। পরদিন রোববার ওই অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। 

ভিডিওতে দেখা গেছে, এরদোয়ান যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলছেন, ‘আপনারা আমাদের মূল্যবান সম্পদ। আপনারা আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেবেন।’ 

ওই দিনের নির্বাচনে কোনো প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান, তবে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে। 

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও দেশটির ছয় দলের বিরোধী জোট এখনো প্রেসিডেন্ট পদে প্রার্থী দিতে পারেনি। তবে কুর্দিপন্থী একটি দল জোট থেকে বাদ পড়েছে। তারা সংসদের তৃতীয় বৃহত্তম দল। দলটি নিজেরাই প্রার্থী দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

রিসেফ তাইয়েপ এরদোয়ান ২০০৩ সাল থেকে তুরস্কের রাষ্ট্রক্ষমতায় রয়েছেন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে, এরপর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও তাঁর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। তুর্কি জনগণ মনে করে, তুরস্কের অর্থনৈতিক মন্দা, নাগরিক অধিকার ও স্বাধীনতা খর্ব হওয়ার জন্য এরদোয়ান দায়ী। 

 ২০১৮ সালে শাসন ব্যবস্থা সংস্কার করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে বিলুপ্ত করেন এরদোয়ান এবং প্রেসিডেন্টের হাতে বেশির ভাগ ক্ষমতা কেন্দ্রীভূত করেন। এর আগে প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ ছিল। নতুন ব্যবস্থায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। 

তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আগামী ১৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এরদোয়ান এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হতে পারে। গতকাল সেই তারিখ জানা গেল। 

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪