হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলের হামলায় চার ইসরায়েলি জিম্মি নিহত 

হামাস-ইসরায়েল যুদ্ধে শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আাইডিএফ। ফলে এ পর্যন্ত ইসরায়েলের বিমান হামলাতে চার ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন। 

আজ সোমবার হামাস এ তথ্য বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। 

সংস্থাটি জানায়, রোববার থেকে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলি হামলায় চার ইসরায়েলি জিম্মি এবং তাঁদের রক্ষক হামাস মুক্তিসেনারা নিহত হয়েছেন। 

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, গাজা উপত্যকায় রাতভর বোমাবর্ষণ এবং আজ সোমবার শত্রুপক্ষের চার বন্দী ও তাঁদের রক্ষককে হত্যা করা হয়েছে। 

এর আগে গত শনিবার সকালে নজীরবিহীন এ হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাঁরা মাত্র ২০ মিনিটের মধ্যে ৫ হাজার ইসরায়েলের দিকে ৫ হাজার মিসাইল ছোড়ে। একইসঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। 

ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এ যুদ্ধে এ পর্যন্ত আটশ’র অধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি