হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরায়েলের হামলায় চার ইসরায়েলি জিম্মি নিহত 

হামাস-ইসরায়েল যুদ্ধে শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আাইডিএফ। ফলে এ পর্যন্ত ইসরায়েলের বিমান হামলাতে চার ইসরায়েলি জিম্মি নিহত হয়েছেন। 

আজ সোমবার হামাস এ তথ্য বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে। 

সংস্থাটি জানায়, রোববার থেকে ফিলিস্তিনি ছিটমহলে ইসরায়েলি হামলায় চার ইসরায়েলি জিম্মি এবং তাঁদের রক্ষক হামাস মুক্তিসেনারা নিহত হয়েছেন। 

হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, গাজা উপত্যকায় রাতভর বোমাবর্ষণ এবং আজ সোমবার শত্রুপক্ষের চার বন্দী ও তাঁদের রক্ষককে হত্যা করা হয়েছে। 

এর আগে গত শনিবার সকালে নজীরবিহীন এ হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাঁরা মাত্র ২০ মিনিটের মধ্যে ৫ হাজার ইসরায়েলের দিকে ৫ হাজার মিসাইল ছোড়ে। একইসঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। 

ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এ যুদ্ধে এ পর্যন্ত আটশ’র অধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

বিক্ষোভে হতাহতদের স্মরণে ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী