হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৪৫২

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

গত শুক্রবার থেকে ইরানে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৪৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানে মানবাধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ২২৪ জন ছিলেন বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৮৮ জন বেসামরিক ব্যক্তি।

এ ছাড়া ইরানের সামরিক বাহিনীর ১০৯ জন সদস্য নিহত এবং ১২৩ জন আহত হয়েছেন।

এ ছাড়া ১১৯ জন নিহত ও ৩৩৫ জন আহত ব্যক্তি এখনো শনাক্ত হননি বলে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান।

সব মিলিয়ে হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরানের হিসাব অনুযায়ী, এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত মোট ৪৫২ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৪৬ জন আহত হয়েছেন।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে খুব কম তথ্য প্রকাশ করেছে। সরকারের পক্ষ থেকেও নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি।

দেশটির ভেতরে কড়াকড়ি ও সাংবাদিকদের চলাচলে বিধিনিষেধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল