হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৪৫২

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

গত শুক্রবার থেকে ইরানে ইসরায়েলি হামলা শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৪৫২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানে মানবাধিকার নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ২২৪ জন ছিলেন বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত হয়েছেন আরও ১৮৮ জন বেসামরিক ব্যক্তি।

এ ছাড়া ইরানের সামরিক বাহিনীর ১০৯ জন সদস্য নিহত এবং ১২৩ জন আহত হয়েছেন।

এ ছাড়া ১১৯ জন নিহত ও ৩৩৫ জন আহত ব্যক্তি এখনো শনাক্ত হননি বলে জানিয়েছে হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরান।

সব মিলিয়ে হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস ইন ইরানের হিসাব অনুযায়ী, এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত মোট ৪৫২ জন প্রাণ হারিয়েছেন এবং ৬৪৬ জন আহত হয়েছেন।

তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এখন পর্যন্ত হতাহতের সংখ্যা নিয়ে খুব কম তথ্য প্রকাশ করেছে। সরকারের পক্ষ থেকেও নির্দিষ্ট কোনো সংখ্যা জানানো হয়নি।

দেশটির ভেতরে কড়াকড়ি ও সাংবাদিকদের চলাচলে বিধিনিষেধ থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের