হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা সংকট শীর্ষক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে ইরানের প্রেসিডেন্ট 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজা নিয়ে আয়োজিত একটি শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ শনিবার সৌদি আরবে পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্চ মাসে দুই দেশ সম্পর্ক পুনরুদ্ধার করতে সম্মত হওয়ার পর এটি তাঁর প্রথম সফর।

গাজা শাসনকারী হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এতে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হয় এবং প্রায় ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে গাজায় যুদ্ধ চলছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের পরবর্তী আকাশ ও স্থল আক্রমণে ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগই বেসামরিক এবং তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

চলমান এ সংকটে আরব লিগ ও অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) জরুরি বৈঠকটি ডাকা হলো।

অন্যান্য দেশে সংঘাতের ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের নেতারা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এর আগে রাইসি আজ ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের কট্টর সমর্থনকে যুদ্ধের জন্য দায়ী করেছেন।

রিয়াদের উদ্দেশে রওনা হওয়ার আগে রাইসি বলেছেন, ‘গাজায় যুদ্ধে ব্যবহৃত সব অস্ত্র যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতিতে বাধা দিয়েছে এবং যুদ্ধের পরিধি বাড়াচ্ছে।’

আল-এখবারিয়া চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা যায়, ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফিয়াহ স্কার্ফ পরা রাইসি বিমান থেকে নামার পর সৌদি কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানাচ্ছেন।

রিয়াদের শিয়া ধর্মগুরু নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ইরানে সৌদি কূটনৈতিক মিশনে হামলার পর ২০১৬ সালে সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ও শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান সম্পর্ক ছিন্ন করে। কিন্তু মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বীরা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করতে এবং তাদের নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয়।

ইরান ও সৌদি আরব বছরের পর বছর ধরে ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যজুড়ে বিরোধপূর্ণ অঞ্চলে বিরোধী পক্ষকে সমর্থন করেছে। ২০১৫ সালে রিয়াদ ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক জোট গঠন করেছিল। আগের বছর হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পতন ঘটিয়েছিল।

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ