হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আইএইএ প্রধানের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দিল ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

আইএইএ প্রধান রাফায়েল গ্রসি। ছবি: ইরনা

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান। ইরানের আণবিক কর্মসূচির বিষয়ে গ্রোসির দৃষ্টিভঙ্গি এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানাতে ‘ব্যর্থতার’ অভিযোগ এনেছে তেহরান।

এর আগে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি গত বৃহস্পতিবার গ্রোসির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। তাঁর অভিযোগ, ইসরায়েলের ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলার সময় গ্রোসি ‘নিষ্ক্রিয়’ ছিলেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইয়ং জার্নালিস্টস ক্লাব।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি গ্রোসির ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের প্রতি দৃষ্টিভঙ্গি’ এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানাতে ‘ব্যর্থতার’ তীব্র নিন্দা জানিয়েছেন।

এর আগে জুনের শুরুতে গ্রোসি বলেছিলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার বাধ্যবাধকতা ক্রমাগত এড়িয়ে যাচ্ছে। এর ফলে, আইএইএ ‘নিশ্চিতভাবে বলতে পারবে না যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ।’

গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় গ্রোসি সতর্ক করে দিয়েছিলেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা ‘পারমাণবিক সুরক্ষা এবং নিরাপত্তায় মারাত্মক অবনতি’ ঘটিয়েছে।

এই অভিযোগ দায়েরের ফলে ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র