হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ম্যাকডোনাল্ডস নিজের ২২৫ ইসরায়েলি রেস্তোরাঁ আবার কিনে নিল

ফাস্ট ফুডের জন্য বিখ্যাত ম্যাকডোনাল্ডসের ইসরায়েলি শাখার ফ্র্যাঞ্চাইজি ছিল অ্যালোনিয়াল নামে একটি স্থানীয় কোম্পানির হাতে। কিন্তু নানা কারণে লোকসান গুনতে থাকা অ্যালোনিয়ালের কাছ থেকে ইসরায়েলে থাকা ২২৫টি রেস্তোরাঁর সবগুলোই ফের কিনে নিচ্ছে ম্যাকডোনাল্ডস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েল-হামাস যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম দেশগুলোতে বয়কটের মুখে পড়ে। এমনকি খোদ ইসরায়েলেও অল্পবিস্তর বয়কটের মুখোমুখি হয়েছে কোম্পানিটি। তবে বড় কারণ—অ্যালোনিয়ালের নিয়ন্ত্রণে থাকা ম্যাকডোনাল্ডস ইসরায়েলি সেনাদের বিনা মূল্যে বিপুল পরিমাণ খাবার সরবরাহ করেছে। আর এ কারণে কোম্পানিটিকে লোকসানের মুখ দেখতে হয়েছে। 

ম্যাকডোনাল্ডস জানিয়েছে, তাঁরা অ্যালোনিয়ালের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে, যার মাধ্যমে ইসরায়েলে থাকা ২২৫টি রেস্তোরাঁর সবগুলোই কিনে নেবে তাঁরা। এসব রেস্তোরাঁয় প্রায় ৫ হাজার কর্মী কাজ করেন। শুরুর দিকে ইসরায়েলে ম্যাকডোনাল্ডস সরাসরি ব্যবসা করত। পরে অ্যালোনিয়াল ফ্র্যাঞ্চাইজি সেগুলো কিনে নেয়। ৩০ বছরেরও বেশি সময় পর আবারও রেস্তোরাঁগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছে ম্যাকডোনাল্ডস। 

গতকাল বৃহস্পতিবার ম্যাকডোনাল্ডস জানিয়েছে, তারা অ্যালোনিয়ালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন কোম্পানিটি বলেছে, ইসরায়েলে তাদের রেস্তোরাঁর কার্যক্রম চলবে এবং বিদ্যমান কর্মচারীরাও ‘আগের শর্তেই’ কাজে নিয়োজিত থাকবেন। 

গত জানুয়ারিতে ম্যাকডোনাল্ডস জানিয়েছিল, গাজায় চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে বয়কটের ফলে তাদের ব্যবসায় ‘উল্লেখযোগ্য প্রভাব’ পড়েছে। বিশেষ করে ফ্রান্স, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে। তবে বয়কটের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। 

ম্যাকডোনাল্ডসের প্রধান নির্বাহী ক্রিস কেম্পজিনস্কি এই বয়কটের পেছনে ‘অপতথ্যকে’ দায়ী করেছিলেন। প্রতিষ্ঠানটি দাবি করেছিল, এই বয়কট ‘হতাশজনক ও অসদুদ্দেশ্যপ্রণোদিত’। সে সময় প্রতিষ্ঠানটি দাবি করেছিল, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় ৪০ হাজার রেস্তোরাঁর অধিকাংশই—মুসলিম বিশ্বসহ—স্থানীয় প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত। তার পরও বয়কটের স্রোত বন্ধ হয়নি খুব একটা।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার