হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

করোনার বিধিনিষেধ না মানলে সৌদিতে ২ লক্ষাধিক টাকা পর্যন্ত জরিমানা

করোনার বিধিনিষেধ না মানলে ১০ হাজার রিয়াল বা দুই লাখ ২৭ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। আজ বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়। এ নিয়ে বাংলাদেশি সৌদিপ্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, সামাজিক দূরত্ব এবং জনবহুল জায়গায় প্রবেশের আগে শরীরের তাপমাত্রা মাপারমতো বিধিনিষেধ না মানলে সেটি করোনা ঠেকাতে সৌদি সরকারের নির্দেশিত বিধিনিষেধ লঙ্ঘনের মধ্যে পড়বে।

যারা প্রথমে এ নিয়ম মানবে না তাঁদেরকে এক হাজার রিয়াল (২২ হাজার ৭২২ টাকা) জরিমানা করা হবে। পরবর্তীতে এই জরিমানা দ্বিগুণ করা হবে। আর এই জরিমানা সর্বোচ্চ ১০ হাজার রিয়াল (দুই লাখ ২৭ হাজার টাকা) পর্যন্ত করা হতে পারে।

সৌদি আরবে এখন বিভিন্ন দেশের প্রায় এক কোটি প্রবাসী কর্মী রয়েছেন ৷ তার মধ্যে ২০ লাখ বৈধ বাংলাদেশি আছেন ৷ আর বাংলাদেশিদের মধ্যে তিন লাখ নারী কর্মী যারা গৃহকর্মী হিসেবে সেখানে কাজ করেন ৷ পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে ৪০ হাজার কর্মী যান সৌদি আরবে ৷ এ ছাড়া বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ মানুষ ওমরাহ এবং হজ পালনের জন্য সৌদি আরবে যান। তবে করোনার জন্য গত দুই বছর  হজ পালন করতে পারেননি বাংলাদেশিরা। তবে এ বছর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবির আজকের পত্রিকাকে বলেন,  কেউ যদি নিয়ম না ভাঙে তাহলেতো আর অসুবিধা নেই। যেহেতু স্বাস্থ্যবিধি নিয়ে সারা পৃথিবীতেই এখন সংবেদনশীলতা রয়েছে,  ফলে আমাদের বাংলাদেশি যারা রয়েছেন,  তাঁদের একটু সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে। তাঁদের আইন মেনে চলতে হবে,  না হলে জরিমানা গুনতে হবে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪