হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

করোনার বিধিনিষেধ না মানলে সৌদিতে ২ লক্ষাধিক টাকা পর্যন্ত জরিমানা

করোনার বিধিনিষেধ না মানলে ১০ হাজার রিয়াল বা দুই লাখ ২৭ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি আরব সরকার। আজ বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়। এ নিয়ে বাংলাদেশি সৌদিপ্রবাসীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, সামাজিক দূরত্ব এবং জনবহুল জায়গায় প্রবেশের আগে শরীরের তাপমাত্রা মাপারমতো বিধিনিষেধ না মানলে সেটি করোনা ঠেকাতে সৌদি সরকারের নির্দেশিত বিধিনিষেধ লঙ্ঘনের মধ্যে পড়বে।

যারা প্রথমে এ নিয়ম মানবে না তাঁদেরকে এক হাজার রিয়াল (২২ হাজার ৭২২ টাকা) জরিমানা করা হবে। পরবর্তীতে এই জরিমানা দ্বিগুণ করা হবে। আর এই জরিমানা সর্বোচ্চ ১০ হাজার রিয়াল (দুই লাখ ২৭ হাজার টাকা) পর্যন্ত করা হতে পারে।

সৌদি আরবে এখন বিভিন্ন দেশের প্রায় এক কোটি প্রবাসী কর্মী রয়েছেন ৷ তার মধ্যে ২০ লাখ বৈধ বাংলাদেশি আছেন ৷ আর বাংলাদেশিদের মধ্যে তিন লাখ নারী কর্মী যারা গৃহকর্মী হিসেবে সেখানে কাজ করেন ৷ পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রতি মাসে বাংলাদেশ থেকে গড়ে ৪০ হাজার কর্মী যান সৌদি আরবে ৷ এ ছাড়া বাংলাদেশ থেকে প্রতি বছর বহু মানুষ মানুষ ওমরাহ এবং হজ পালনের জন্য সৌদি আরবে যান। তবে করোনার জন্য গত দুই বছর  হজ পালন করতে পারেননি বাংলাদেশিরা। তবে এ বছর ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ূন কবির আজকের পত্রিকাকে বলেন,  কেউ যদি নিয়ম না ভাঙে তাহলেতো আর অসুবিধা নেই। যেহেতু স্বাস্থ্যবিধি নিয়ে সারা পৃথিবীতেই এখন সংবেদনশীলতা রয়েছে,  ফলে আমাদের বাংলাদেশি যারা রয়েছেন,  তাঁদের একটু সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে। তাঁদের আইন মেনে চলতে হবে,  না হলে জরিমানা গুনতে হবে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার