হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাক থেকে আসা ড্রোনের হামলায় ২ ইসরায়েলি সেনা নিহত, আহত ২৪ 

ইসরায়েল অধিকৃত সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমিতে ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় অন্তত ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ২৪ জন সেনা। গত বৃহস্পতিবার সকালে ইরান সমর্থিত ওই গোষ্ঠীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) বিষয়টি নিশ্চিত করে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নিহত ওই দুই সেনা হলেন—সার্জেন্ট দানিয়েল আবিব হাইম সোফার (১৯) এবং করপোরাল তাল দ্রোর (১৯)। হাইম সোফার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর গোলান ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের সদস্য। তাঁর বাড়ি আশকেলনে। আর তাল দ্রোর একই ব্রিগেডের আই বিশেষজ্ঞ। তাঁর বাড়ি জেরুসালেম। 

আইডিএফের প্রাথমিক তদন্ত বলছে, দুটি পৃথক হামলা হয়েছে। এতে ইরাক থেকে বিস্ফোরকবোঝাই দুটি ড্রোন পাঠানো হয়েছিল। এই ড্রোন দুটির একটিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গুলি করে ভূপাতিত করে। কিন্তু দ্বিতীয় ড্রোনটি কয়েক মিনিট পরে উত্তর গোলান মালভূমির একটি সেনাঘাঁটিতে আঘাত করে। 

আইডিএফ জানিয়েছে, প্রথম মনুষ্যবিহীন ড্রোনটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের পরপরই গোলান মালভূমিতে অবস্থিত বেশ কয়েকটি বিপৎসংকেত বেজে ওঠে। তবে দ্বিতীয় ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। 

তদন্তে দেখা যায়, সময়মতো দ্বিতীয় ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থ হয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়নি এবং পরে এটি গিয়ে ঘাঁটিতে আঘাত হানে। সৈন্যরা আশ্রয় খোঁজার সময়ও পায়নি। এই হামলায় আহত ২৪ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং বাকি ২১ জন সামান্য আঘাত পেয়েছে। 

ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটি বলেছে, তারা উত্তর ইসরায়েলের তিনটি অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। তবে গোষ্ঠীটির নাম কী তা টাইমস অব ইসরায়েল প্রকাশ করেনি। বিগত কয়েক মাসের মধ্যে এই প্রথম কোনো ইরাকি গোষ্ঠীর হামলায় ইসরায়েলে প্রাণহানির ঘটনা ঘটল।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা