হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অস্কারজয়ী প্রামাণ্যচিত্রে কাজ করা ফিলিস্তিনি সমাজকর্মীকে গুলি করে হত্যা করল ইসরায়েলি সেটলার

আজকের পত্রিকা ডেস্ক­

পশ্চিম তীর দখলে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি ১৪ মন্ত্রী। ছবি: আনাদোলু

অধিকৃত পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার উম্ম আল-খাইর গ্রামে এক ইসরায়েলি দখলদারের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি শিক্ষক ও সমাজকর্মী ওদে মুহাম্মদ হাদালিন। গতকাল সোমবার, স্থানীয় সময় সন্ধ্যায় গ্রামটির কমিউনিটি সেন্টারের সামনে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় সাংবাদিকরা।

চলিশোর্ধ্ব ওদে মুহাম্মদ হাদালিন মাসাফের ইয়াত্তার অধিবাসীদের ওপর ইসরায়েলি সেনা ও দখলদারদের দমন-পীড়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সক্রিয় প্রতিবাদ জানিয়ে আসছিলেন। চলতি বছর অস্কারজয়ী প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’-এর নির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ইসরায়েলি প্রশাসন ও দখলদারেরা বছরের পর বছর ধরে কীভাবে মাসাফের ইয়াত্তার ফিলিস্তিনিদের জীবন দুর্বিষহ করে তুলেছে তা-ই তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে।

হাদালিনের সহকর্মী ও নো আদার ল্যান্ডের ফিলিস্তিনি নির্মাতা বাসেল আদরা সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু ওদেকে আজ সন্ধ্যায় হত্যা করা হয়েছে। গ্রামের কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ একজন দখলদার তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তাঁর বুকে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এভাবেই এক এক করে মুছে ফেলা হচ্ছে আমাদের।’

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন চলচ্চিত্রটির আরেক নির্মাতা, ইসরায়েলি সাংবাদিক ইউভাল আব্রাহাম। তার পোস্ট অনুযায়ী, যে ব্যক্তি হাদালিনকে হত্যা করেছে তার নাম ইনোন লেভি। তার উগ্র ও কট্টর আচরণের জন্য এরইমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাকে নিষিদ্ধ করে রেখেছে। পোস্টের ক্যাপশনে আব্রাহাম লিখেছেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে হাদালিনের ওপর উন্মাদের মতো গুলি ছোঁড়া হচ্ছে।’

ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। একইসঙ্গে ঘটনাস্থল থেকে চারজন ফিলিস্তিনি ও দুই বিদেশি নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছে তারা।

তবে পুলিশ হাদালিনের নিহত হওয়ার বিষয়টি স্বীকার করলেও তাঁর ‘ঘটনায় সম্পৃক্ততা যাচাই চলছে’ বলে মন্তব্য করে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ওই হামলায় আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হেবরনের দক্ষিণাঞ্চলে অবস্থিত একাধিক ফিলিস্তিনি গ্রামের সমষ্টি মাসাফের ইয়াত্তার বাসিন্দা ছিলেন হাদালিন। ১৯৮০-এর দশক থেকে এই অঞ্চলকে সামরিক ‘ফায়ারিং জোন’ হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। ফলে সেখানকার গ্রামবাসীদের প্রতিনিয়ত উচ্ছেদ, দখল ও ধ্বংসের হুমকির মুখোমুখি হতে হচ্ছে।

এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েলি মানবাধিকার সংস্থা বেতসেলেম ইসরায়েলের বিরুদ্ধে পশ্চীম তীর ও গাজায় গণহত্যা চালানোর অভিযোগ তুলেছে। সংস্থাটি বলেছে, ‘সম্প্রতি পশ্চিম তীরে প্রতিদিনই দখলদারদের হামলার ঘটনা বেড়েছে। তারা সশস্ত্র, সামরিক পোশাকে এবং সরকারি সহায়তায় এসব হামলা চালাচ্ছে তারা।’

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা