হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

খাসোগি হত্যায় ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফ্রান্স—দাবি সৌদি আরবের

সাংবাদিক জামাল খাসোগি হত্যায় জড়িত সন্দেহভাজন এক সৌদি নাগরিককে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি নির্দোষ বলে দাবি করে সৌদি আরব। 

ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্যারিসের চালর্স দ্য গল বিমানবন্দরে খালেদ আয়েধ আল-ওতাইবি নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আল-ওতাইবিকে রিয়াদগামী বিমানে ওঠার সময় গ্রেপ্তার করা হয়। তাকে তুরস্কে প্রত্যর্পণ করা হতে পারে। সৌদি রাজপরিবারের সাবেক রক্ষী ৩৩ বছর বয়সী আল-ওতাইবি তাঁর নিজের পরিচয়ে ভ্রমণ করছিলেন। 

এদিকে গতকাল মঙ্গলবার প্যারিসের সৌদি দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত গ্রেপ্তার হওয়া ব্যক্তির মুক্তি দাবি করেছে সৌদি সরকার। 

সৌদি আরবের নিরাপত্তাসংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, খালেদ আয়েধ আল-ওতাইবি সৌদি আরবে খুবই প্রচলিত একটি নাম। ফ্রান্স যাকে গ্রেপ্তার করার কথা বলছে, তিনি সৌদি আরবে কারাগারে রয়েছেন। 

গতকাল মঙ্গলবার রিয়াদগামী বিমান থেকে নামিয়ে গ্রেপ্তার করা হয় খালেদ আয়েধ আল-ওতাইবিকে। বুধবার তাঁকে আদালতে তোলার কথা। অভিযুক্ত হলে তাঁর যাবজ্জীবন সাজা হতে পারে। 

সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত ২৬ জনের মধ্যে একজন খালেদ আল-ওতাইবি। 

জামাল খাসোগি হত্যার ঘটনায় যে ২৬ জন সৌদিয়ানকে তুরস্ক সরকার খুঁজছিল, আল-ওতাইবি তাঁদের একজন। 

সৌদি সরকারের কড়া সমালোচক জামাল খাসোগিকে ২০১৮ সালের অক্টোবর মাসে ইস্তানবুলের সৌদি দূতাবাসের ভেতরে হত্যা করা হয়। 

সৌদি আরব জানিয়েছিল, ওয়াশিংটন পোস্টের এই সাবেক সাংবাদিক একদল গুপ্তচরের বেপরোয়া অভিযানে নিহত হন। তাঁদের বক্তব্য ছিল, ওই গুপ্তচরদের পাঠানো হয়েছিল খাসোগিকে সৌদি আরবে ফিরতে রাজি করানোর জন্য। 

কিন্তু তুরস্কের কর্মকর্তারা বলেন, ওই গুপ্তচরেরা সৌদি সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে এই হত্যাকাণ্ড চালিয়েছে। 

এই হত্যার ঘটনা বিশ্বজুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল এবং এ ঘটনায় সৌদি আরবের পরোক্ষ শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাবমূর্তি ধূলিসাৎ হয়েছিল।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল