হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে তড়িঘড়ি রাজি নেতানিয়াহু, হত্যাযজ্ঞ চালিয়ে যাওয়ার মডেল বলছে হামাস

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপ গাজা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব চলমান হত্যাযজ্ঞ এবং দুর্ভিক্ষ অব্যাহত রাখারই একটা মডেল বলেই মনে করছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাঈম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওয়াশিংটনের খসড়ায় ফিলিস্তিনি স্বার্থ সম্পূর্ণ উপেক্ষিত। তিনি বলেন, ‘আমাদের জনগণের প্রধান দাবি—যুদ্ধ বন্ধের বিষয়েই কোনো নিশ্চয়তা নেই প্রস্তাবটিতে। তবু জাতীয় দায়িত্ববোধ থেকে হামাস নেতারা প্রস্তাবটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।’

নতুন প্রস্তাবের পূর্ণ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। তবে হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি রয়টার্সকে জানিয়েছেন, প্রস্তাবটিতে ইসরায়েলের আক্রমণ থামানো, গাজা থেকে সেনা প্রত্যাহার এবং অবরুদ্ধ উপত্যকায় অবাধ মানবিক সহায়তা প্রবেশের বিষয়গুলো অন্তর্ভুক্ত নেই। আর এগুলোই হামাসের মূল দাবি।

এদিকে, যুক্তরাষ্ট্রের নতুন এই প্রস্তাবে ইসরায়েল রাজি কি না সেবিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হামাসের কাছে যারা এখনো জিম্মি রয়েছেন তাঁদের পরিবারকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত উইটকফের প্রস্তাব অনুযায়ী সাময়িক যুদ্ধবিরতি পরিকল্পনা এগিয়ে নিতে প্রস্তুত তিনি।

গতকাল বৃহস্পতিবার, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইসরায়েল এই যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে। এরপরই প্রস্তাবটি পর্যালোচনার জন্য হামাসের কাছে পাঠানো হয়েছে।

যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহুর এত দ্রুত রাজি হয়ে যাওয়াকে সন্দেহের চোখে দেখছেন অনেক বিশ্লেষক। ইসরায়েলি বিশ্লেষক হারেৎজ পত্রিকার কলামিস্ট আকিভা এলদার বলেন, ‘২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে যতবার যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা হয়েছে, ইসরায়েল কখনোই যুদ্ধবিরতিতে আগে রাজি হয়নি। যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের আগে রাজি হয়ে যাওয়ার ঘটনা বিরল। সম্ভব নেতানিয়াহু বিশ্ববাসীকে বোঝাতে চাচ্ছেন তিনি যুদ্ধ বন্ধ করতেই চান। হামাসই প্রধান বাধা। হামাস-ইসরায়েলের মধ্যে কেউ যদি খল হয়ে থাকে তাহলে তা হামাসই।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব না হওয়ার জন্য ইসরায়েল হামাসকে দোষ দিয়েছে—এমন নজির তো বিরল নয়।’

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি

সিরিয়ায় বাশারের পতনের ১ বছর: স্বপ্ন কিছুটা সত্যি, এখনো অনেক কাজ বাকি

৫৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের পর এবার দ্বিতীয় ধাপ নিয়ে বৈঠক হবে ট্রাম্প-নেতানিয়াহুর

গাজার অর্ধেক ইসরায়েলের নিয়ন্ত্রণেই রাখার ইঙ্গিত সেনাপ্রধানের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের দিকে বড় অগ্রগতি: আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা নিয়ে ইসরায়েল–হামাসের মতভেদ