হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভারী বৃষ্টিতে আবারও ডুবল দুবাই, বন্ধ স্কুল ও অফিস

রেকর্ড বৃষ্টিপাতের মাত্র দুই সপ্তাহ পর স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে ফের ভারী বর্ষণ হয়েছে। এর ফলশ্রুতিতে দেশটির অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।  

সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় গত বুধবার রাত থেকে প্রবল বাতাসের সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। কিছু এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার আগেই ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে দেশটির আর্থিক লেনদেনের কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ের কিছু অংশে বন্যা দেখা দিয়েছে। 

বিরূপ আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া রাতেই অন্যত্র সরিয়ে দেওয়া (ডাইভার্ট) হয়েছে পাঁচটি ফ্লাইটকে। দুবাইভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন এমিরেটস ও ফ্লাইদুবাই তাদের যাত্রীদের বিলম্বের বিষয়ে সতর্ক করেছে। দেশটির সরকারি খাতের অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এর আগে, গত ১৬ এপ্রিল দেশটিতে ২৫৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল। ওই সময় চারজনের মৃত্যু হয়। দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই হিসেবে গতকালের বৃষ্টিপাত ততটা ভয়াবহ ছিল না। দুবাইয়ের ছয় লেনের হাইওয়েতে কিছুটা যানজট আর শহরের ইবনে বতুতা মলের কাছে প্লাবিত রাস্তায় কিছু গাড়িকে আটকে থাকতে দেখা গেছে। 

গত মাসে মুষলধারে বৃষ্টির ঘটনায় প্রতিবেশী দেশ ওমানেও ২১ জনের প্রাণহানি হয়েছিল। ১৯৪৯ সাল থেকে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে সেটি ছিল সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের ঘটনা। বিজ্ঞানীদের নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন বলছে, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে বিশ্বের সামগ্রিক উষ্ণতা বেড়ে যাওয়ায় ভারী বৃষ্টির ঘটনা বাড়ছে।

আরও পড়ুন:

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়