হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আরাফাতের ময়দানে খুতবা পাঠকারীর নাম ঘোষণা করল সৌদি আরব

পবিত্র হজে আরাফাতের ময়দানে খুতবা পাঠকারী নাম ঘোষণা করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। আগামী সপ্তাহের ৯ জিলহজ পবিত্র এই ময়দানে খুতবা পাঠ করবেন প্রখ্যাত ইসলামিক স্কলার ইউসুফ বিন সাঈদ। 

ইউসুফ বিন সাঈদ সৌদি আরবের সর্বোচ্চ ইসলামী কর্তৃপক্ষ সিনিয়র স্কলার কাউন্সিলের একজন সদস্য। আগামী মঙ্গলবার বিশ্ব মুসলিমদের মিলনায়তন আরাফাতে খুতবা দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এ বছর হজযাত্রীদের সংখ্যা করোনার আগের অবস্থার মতো হবে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে আরাফাতের ময়দানে খুতবার জন্য অতিরিক্ত হিসেবে মাহের আল মুয়াইকলিকে রাখা হয়েছে। তিনি মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম এবং প্রচারক। 

বিন সাঈদ অল্প বয়সেই পবিত্র কোরআনের হাফেজ হন। তিনি রাজ্যের বর্তমান ও সাবেক মুফতিদেরসহ প্রখ্যাত সৌদি আলেমদের কাছে অধ্যয়ন করেছেন। রিয়াদের ফ্যাকাল্টি অব অরিজিন অব রিলিজিয়ন থেকে বিএ পাসও করেছেন। পাশাপাশি তিনি বিশ্বাস এবং আধুনিক বিশ্বাস বিভাগ থেকে এমএ ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তাঁর নামে রয়েছে ৩০টিরও বেশি বই ও গবেষণাপত্র। 

নেতৃস্থানীয় পণ্ডিত সৌদি আরবে চার বছর ধরে ইসলামবিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পদেও অধিষ্ঠিত হন। তিনি বেশ কয়েকটি গবেষণা প্রবন্ধের তত্ত্বাবধান করেছেন। 

এ ছাড়া তিনি মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববীতে শিক্ষা দিয়েছেন, যা ইসলামের দুটি পবিত্র স্থান। তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে বিভিন্ন মসজিদে খুতবা দিয়েছেন। 

সৌদি আরব বলেছে, বৈশ্বিক মহামারির কারণে জারি করা পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো নেওয়া হচ্ছে। এতে আসন্ন হজে অংশ নিতে বিশ্বজুড়ে হজযাত্রীদের সংখ্যার কোনো সীমাবদ্ধতা থাকবে না।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র