হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে অভিবাসন বিধি লঙ্ঘনে এক সপ্তাহে আটক ১৩ হাজারের বেশি

সৌদি আরব কর্তৃপক্ষ এক সপ্তাহের মধ্যে ১৩ হাজার ৩০৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে। সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, বসবাস ও কাজের অনুমতি এবং সীমান্ত সম্পর্কিত বিধি লঙ্ঘনের দায়ের তাঁদের আটক করা হয়েছে। 

সরকারি নথি অনুযায়ী, ২০–২৬ জুলাই পর্যন্ত বসবাসের অনুমতি সংক্রান্ত বিধি লঙ্ঘনে ৭ হাজার ৭২৫ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করায় ৩ হাজার ৪২৭ জন এবং কাজের অনুমতি সম্পর্কিত বিধি লঙ্ঘনের দায়ে ২ হাজার ১৫৬ জনকে আটক করা হয়েছে। 

অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় আটক ৫৭২ জনের মধ্যে ৬২ শতাংশই ইয়েমেনি। আর ৩৭ শতাংশ ইথিওপিয়ার এবং ১ শতাংশ অন্যান্য জাতীয়তার মানুষ।

এ ছাড়া আরও ৫৮ জন প্রতিবেশী দেশে পাড়ি দেওয়ার চেষ্টাকালে ধরা পড়েছেন। বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অপরাধে আটক করা হয়েছে নয়জনকে। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ বা সীমান্ত পাড়ি দিতে কেউ পরিবহন সহায়তা এবং আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়