হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি আরবে প্রথম অপেরা শোতে ইসলামপূর্ব যুগের এক নারীর গল্প

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো দেশটির অপেরা শো শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই অপেরা শো চলবে আগামী ৪ মে পর্যন্ত। এই আট দিনের মধ্যে মোট ১০টি অপেরা শো অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। 

সৌদি বার্তা সংস্থা এসপিএ-এর বরাত দিয়ে আজ শুক্রবার গালফ নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার রিয়াদের কিং ফাহাদ কালচারাল সেন্টারে এক ঘরোয়া প্রদর্শনীর মাধ্যমে প্রথমবারের মতো ‘জারকা আল ইয়ামামা’ শিরোনামে একটি অপেরা শো হয়। সৌদি আরবের আগেই গত ফেব্রুয়ারিতে লন্ডনে এই অপেরাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়েছিল। 

‘জারকা আল ইয়ামামা’ প্রাক-ইসলামিক যুগের কিংবদন্তি দ্বারা অনুপ্রাণিত একটি অপেরা শো। এটি সৌদি থিয়েটার এবং পারফর্মিং আর্টস কমিশনের প্রথম প্রযোজনা। এতে দৃঢ় ইচ্ছাসম্পন্ন এক আরব নারীর গল্প উপস্থাপন করা হয়েছে। বিরল বিচক্ষণতার অধিকারী ওই নারীর দূর দৃষ্টির প্রতিভা ছিল। বলা হয়ে থাকে, ঈগলের চেয়েও ক্ষুরধার ছিল তাঁর দৃষ্টিশক্তি। আর চোখ ছিল নীল। আরবি ইয়ামামা শব্দটির অর্থ হলো ঘুঘু। ‘জারকা আল ইয়ামামা’ শব্দটি দিয়ে উপকথার সেই নারীকে নীল চোখের ঘুঘু হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

পুরস্কারপ্রাপ্ত সৌদি কবি সালেহ জামানান ঐতিহাসিক কাহিনি থেকে অনুপ্রাণিত হয়ে অপেরাটির চিত্রনাট্য তৈরি করেছেন। অপেরাটির প্রধান তিনটি ভূমিকায় অভিনয় করেছেন সৌদি শিল্পী খায়রান আল জাহরানি, সাওসান আলবাহিতি এবং রিমাজ ওকবি। 

বিশ্ব-বিখ্যাত মেজো সোপ্রানো ডেম সারাহ কনোলি ‘জারকা আল ইয়ামামার’ টাইটেল রোলে কণ্ঠ দিয়েছেন। প্রযোজনাটিতে মঞ্চ পরিচালক ড্যানিয়েল ফিঞ্জি পাসকার মঞ্চায়নের বিশেষ প্রভাব রয়েছে। 

এসপিএ বলেছে, এই কাজটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সৌদি থিয়েটারকে উন্নত করার জন্য দেশটির কমিশনের আগ্রহকে ফুটিয়ে তুলেছে। 

সৌদি আরব তার তেল-নির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে দেশটিতে আরও বেশি-বিদেশি পর্যটককে আকর্ষণ করতে চাইছে। ‘ভিশন ২০৩০’ নামের একটি উচ্চাভিলাষী উন্নয়ন প্রকল্পের অংশ হিসাবে সৌদি আরব বিনোদন শিল্পকে বড় পরিসর দিতে চলেছে। এর ফলে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে কনসার্ট, সিনেমা, থিয়েটার শো ছাড়াও আরও বিভিন্ন অনুষ্ঠান। এসব অনুষ্ঠান দেশটির সাধারণ মানুষ ছাড়াও প্রচুর বিদেশি দর্শকও টানছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন