হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় বিমান থেকে ৩৮ হাজার প্যাকেট খাবার ফেলল যুক্তরাষ্ট্র

গাজায় অভুক্ত মানুষদের জন্য প্রথমবারের জন্য উড়োজাহাজ থেকে খাবার ফেলল যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন বলা হয়েছে, তিনটি সামরিক বিমান থেকে ৩৮ হাজারের বেশি খাবার প্যাকেট প্যারাসুটের মাধ্যমে গাজায় ফেলা হয়েছে। 

ইউএস সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র এএফপিকে বলেছেন, তিনটি সি–১৩০ পরিবহন বিমান খাবারের প্যাকটেগুলো গাজায় ফেলেছে। 

মার্কিন সূত্র বিবিসির অংশীদার সিবিএসকে জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন গাজার মানুষদের জন্য বেশ কিছু সহায়তার ঘোষণা দিয়েছেন। বিমান থেকে খাবারের প্যাকেট দেওয়ার এগুলোর মধ্যে প্রথম পদক্ষেপ। 

গতকাল শুক্রবার গাজায় ত্রাণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। গত বৃহস্পতিবার একটি ত্রাণ বহরে ভিড় করা গাজাবাসীর ওপর নির্বিচারে গুলি করে ইসরায়েল। এতে শতাধিক মানুষ নিহত হন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো খাবার পৌঁছে দেওয়া হলো। 

ওই ঘটনায় যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ অনেক পশ্চিমা দেশই ইসরায়েলে তীব্র নিন্দা জানিয়েছে। 

এক মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আজ শনিবার বিকেলে বিমান থেকে মোট ৬৬ বান্ডিল খাবার ফেলা হয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সম্মিলিত অভিযানের অংশ হিসেবে মার্কিন বিমানবাহিনী এবং আরজেএএফ সি–১৩০ বিমান থেকে সেনারা আকাশ থেকে খাদ্য সহায়তা ফেলেছেন। 

ইউএস সি–১৩০ বিমান থেকে গাজার উপকূলরেখা বরাবর ৩৮ হাজারের বেশি খাবারের প্যাকেট ফেলা হয়েছে। 

উল্লেখ্য, অবরুদ্ধ গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। আশ্রয় শিবিরগুলো মানবেতন জীবনযাপন করছেন ফিলিস্তিনিরা। খাদ্য সরবরাহের গাড়িগুলোও প্রবেশের অনুমতি দিচ্ছে না নেতানিয়াহু সরকার। গাজার মানুষ পশুখাদ্য খেয়ে বেঁচে আছে।

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি

সিরিয়ায় বাশারের পতনের ১ বছর: স্বপ্ন কিছুটা সত্যি, এখনো অনেক কাজ বাকি