হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যে উত্তেজনার চূড়ান্ত রূপ নিয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে সামরিক সংঘাত। শুক্রবার ভোরে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সেনা সদর দপ্তর ধ্বংস হয়ে যায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার বেশিরভাগই ইসরায়েল আটকাতে পারলেও কয়েকটি তেল আবিবে আঘাত হানে।

তেল আবিব শহরের আকাশে রাত ৯টার দিকে সাইরেন বেজে ওঠে, আর আধা ঘণ্টার মধ্যেই আকাশে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার কিছু ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ইরানি হামলা প্রতিহত করলেও কয়েকটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শহরের অভ্যন্তরে বিস্ফোরিত হয়। একটি উচ্চ ভবনে আঘাত হানায় দেয়াল ভেঙে পড়ে, গ্লাস চূর্ণ-বিচূর্ণ হয় এবং অন্তত ১৫ জন আহত হন, যাদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরানি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ও সুনির্দিষ্ট জবাব দিয়েছে। এই হামলায় ডজনেরও বেশি লক্ষ্যবস্তু করা হয়েছে।

আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলের তেল আবিবে একটি আধুনিক অ্যাপার্টমেন্ট ভবনে সরাসরি আঘাত হানার ভিডিও প্রকাশিত হয়েছে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভবনের কয়েকটি অ্যাপার্টমেন্টে এখনো আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া বের হচ্ছে।

পাশের আরেকটি আবাসিক ভবনেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে হচ্ছে—এর জানালা ভেঙে গেছে এবং বাইরের দিক থেকে বাঁকানো ধাতব অংশ ঝুলতে দেখা গেছে।

জরুরি পরিষেবার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং ভবনের আশপাশের রাস্তাগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কেন্দ্রীয় শহর ইশফাহানে একটি বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইশফাহান প্রদেশে বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা অবস্থিত। তবে ওই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার