সাক্ষাৎকার

নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, গাজায় নেতানিয়াহু যে পদ্ধতিতে গণহত্যা চালাচ্ছেন তা হিটলারের গণহত্যা চালানোর পদ্ধতিকেও হার মানাবে। গত শনিবার গ্রিক সংবাদমাধ্যম কাথিমেরিনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

ইসরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে তুরস্কের অবস্থান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পর্কে তাঁর আগের মন্তব্যের বিষয়ে করা প্রশ্নের জবাবে এরদোয়ান বলেন, ‘নেতানিয়াহু (গণহত্যা চালানোর) এমন একটি স্তরে পৌঁছেছেন যা হিটলারকেও তাঁর গণহত্যামূলক পদ্ধতির বিষয়ে ঈর্ষান্বিত করে তুলতে পারে।’ 

গতকাল রোববার এরদোয়ান অভিযোগ করে বলেন, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেও হামাস তা প্রত্যাখ্যান করেছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য যথেষ্ট কাজ করছে না। 

এর আগে, গত ফেব্রুয়ারির মাঝামাঝি ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা বলেন, ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। তিনি বলেন, ইসরায়েল গাজায় যা করছে তা অ্যাডলফ হিটলার ইউরোপ থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করতে যা করেছিলেন অর্থাৎ হলোকাস্টের সঙ্গে তুলনীয়। 

ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘গাজা উপত্যকায় যা চলছে, তা যুদ্ধ নয়, এটি গণহত্যা। এটি সৈন্যদের বিরুদ্ধে সৈন্যের লড়াই নয়। এটি একটি অসম লড়াই। যেখানে শিশু ও নারীরা একটি সুসজ্জিত একটি বাহিনীর মধ্যে লড়াই।’ লুলা দ্য সিলভা গ্লোবাল সাউথের একজন উল্লেখযোগ্য নেতা। যিনি ফিলিস্তিনিদের পক্ষে, তাদের স্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার নিয়ে সব সময়ই সোচ্চার।

মার্চে গাজায় নতুন করে হামলা ও দখল অভিযান শুরু করবে ইসরায়েল

জনগণের ‘কথা শুনতে’ প্রস্তুত, ‘যেকোনো মূল্যে’ অর্থনৈতিক সংকটের সমাধান করবে ইরান সরকার

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’