হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ১০-২০ শতাংশ কার্যকর, নিহত বেড়ে ২৪: ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত একটি এলাকা। ছবি: সংগৃহীত

ইসরায়েল গত শুক্রবার ইরানে হামলার পর তেহরান খুব একটা শক্তভাবে জবাব দেয়নি। কিন্তু গতকাল রোববার থেকে ইরান যেন তেড়েফুঁড়ে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহযোগে হামলা চালাচ্ছে। ইসরায়েলি ও আন্তর্জাতিক গণমাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশিত হয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে, ইরানি ক্ষেপণাস্ত্রের ৮০-৯০ শতাংশই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মাত্র ১০-২০ শতাংশ আঘাত হানতে পেরেছে। এ ছাড়া, ইরানি হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, আজ সোমবার দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে তাদের প্রতিরোধের পরিসংখ্যান প্রকাশ করেছে। আইডিএফ দাবি করেছে, তারা ৮০-৯০ শতাংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। মাত্র ১০-২০ শতাংশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এদিকে, রোববার দিবাগত মধ্যরাতে ইরানি হামলায় আরও আট ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর ফলে নিহতের মোট সংখ্যা ২৪ জনে পৌঁছেছে। এ ছাড়া, নিখোঁজ আরও একজনকে আগামী কয়েক ঘণ্টার মধ্যে মৃত ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ সোমবার ভোর ৪টায় প্রায় ৪০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক ইসরায়েলে আঘাত হানে। এ নিয়ে ইসরায়েলের দিকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মোট সংখ্যা প্রায় ৩৫০-এ দাঁড়িয়েছে। এসব হামলায় তেল আবিব, পেটাচ টিকভা এবং বেনি ব্রাকে ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং হতাহতের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র হামলাগুলো গুশ ডান, তেল আবিব, মধ্য ইসরায়েল, হাইফা এবং বির শেবা এলাকায় কেন্দ্রীভূত ছিল। আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী ইরানের কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী এবং অনেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সফল হয়েছে, যার ফলে ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের গতি কমে এসেছে। আগে যেখানে একবারে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হতো, এখন সেখানে একবারে ডজন খানেক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।

আইডিএফ আরও বলেছে, তারা প্রতিনিয়ত তাদের কৌশল সমন্বয় করছে এবং ইরান কীভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তা পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে, ইরানও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার চেষ্টা করে তাদের কৌশলে পরিবর্তন আনছে।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল