হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় আহত জাতিসংঘের তিন পর্যবেক্ষক

দক্ষিণ লেবাননের রামিশে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং একজন অনুবাদক আহত হয়েছেন। আজ শনিবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাতে এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েল-লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ঘটনাটি ঘটল।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে, বিস্ফোরণের পেছনে দায়ী ইসরায়েলি ড্রোন হামলা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই এই হামলার দায় অস্বীকার করেছেন।

জাতিসংঘের মিশন ইউনিফিল বলেছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে। এক বিবৃতিতে ইউনিফিল বলেছে যে, দক্ষিণ লেবাননকে ইসরায়েল থেকে বিভক্ত করা জাতিসংঘ নির্ধারিত ‘ব্লু লাইন’ বরাবর একটি টহল দলের কাছে বিস্ফোরিত হয়েছিল একটি শেল।

শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে ইউনিফিল।

পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে লেবাননের অনুবাদক স্থিতিশীল আছেন বলে জানা গেছে।

লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সেই এলাকায় হামলা চালিয়েছে যেখানে পর্যবেক্ষকেরা আহত হয়েছেন।

অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে যে, ‘আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) আজ সকালে রামিশ এলাকায় ইউনিফিলের কোনো গাড়িতে হামলা করেনি।’

সাম্প্রতিক দিনগুলিতে, ইসরায়েল এবং লেবাননের মধ্যে সীমান্ত বরাবর উত্তেজনা আবারও বেড়েছে। এতে উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটছে।

লেবাননের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন।

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত

ইসরায়েলের সঙ্গে পূর্ব ভূমধ্যসাগরে প্রতিরক্ষা জোট শক্তিশালী করছে গ্রিস ও সাইপ্রাস

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ