হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫ 

ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ক্ষেপণাস্ত্রটি রাজধানী দামেস্কের একটি নিরাপত্তা কমপ্লেক্স আঘাত হানে। সেখানে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর বিভিন্ন সরঞ্জাম ছিল।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, দামেস্কের কাফর সৌসা আবাসিক এলাকায় ইরানি যোদ্ধা ও লেবানিজ সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে লক্ষ করে এই হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, দামেস্কের কেন্দ্রস্থলে উমাইয়াদ স্কয়ারের পাশেই ঘনবসতিপূর্ণ কাফর সৌসা আবাসিক এলাকা। এই আবাসিক এলাকার ভেতরেই কয়েকটি বহুতল নিরাপত্তা ভবন নিয়ে একটি কমপ্লেক্স। গত রাতের হামলায় সেখানকার কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সামরিক সূত্রগুলোর বরাতে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা বলেছে, মধ্যরাতের কিছু পরে দামেস্কের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত পাঁচজন বেসামরিক নিহত ও ১৫ জন আহত হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাফর সৌসা এলাকায় একটি ইরানি সংস্কৃতি কেন্দ্রসহ দেশটির বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থার দপ্তর রয়েছে। পুলিশের কড়া নিরাপত্তায় থাকা এলাকাটিতে ২০০৮ সালে এক বোমা হামলায় ইরানপন্থী লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইমাদ মুঘনিয়াহ নিহত হন। তবে সবশেষ হামলা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে চালানো হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইরানে রাজনৈতিক সংকট: বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

ইরানের বিক্ষোভের মুখ হতে চাইছেন—পারবেন কি শাহপুত্র রেজা পাহলভি

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা ইসরায়েলের, শক্ত প্রমাণ আছে: সোমালিয়ার মন্ত্রী

বিক্ষোভ দমনে হিমশিম ইরান, নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহতের দাবি

বিক্ষোভ মোকাবিলায় ইরান কেন আগের মতো কঠোর হচ্ছে না

ইরানে আন্দোলন: নিহত বেড়ে ১১৬, যুক্তরাষ্ট্র হামলা করলে ‘লক্ষ্যবস্তু হবে ইসরায়েল’

ইরানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা, সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল

সিরিয়ার আলেপ্পো ছাড়ল এসডিএফ, ১৪ বছরের কুর্দি শাসনের অবসান