হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাফায় নিহত ১০০ ছাড়াল, মার্চের শুরুতেই অভিযানের ইঙ্গিত ইসরায়েলের

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। আজ সোমবার সকালে ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য নিশ্চিত করেছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী মার্চের শুরুতেই রাফা অভিযান শুরু করবে ইসরায়েল। 

ইসরায়েলি সামরিক বাহিনীর গানবোট শহরের উপকূলীয় এলাকাতেও গোলাবর্ষণ করেছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু। 

বিমান হামলায় ইবনা শরণার্থীশিবিরের আল–হুদা মসজিদ ও শাবুরা শরণার্থীশিবিরের আল–রাহমা মসজিদ ধ্বংস হয়েছে। এ ছাড়া শহরজুড়ে অন্যান্য আরও কয়েকটি এলাকায় মোট ১৪টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ইসরায়েলি বোমারু বিমানগুলো শহরের পশ্চিমে মিসর সীমান্তের কাছে ও কুয়েতি হাসপাতালের কাছে বাস্তুচ্যুত মানুষদেরও লক্ষ্যবস্তু করেছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষ থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। 

মিসরের সীমান্তবর্তী রাফা শহরটিকে নিরাপদ দাবি করে ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের এখানে পালিয়ে আসতে বাধ্য করে। গত ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিরা রাফায় আশ্রয় নেওয়া শুরু করেন। 

রাফায় কয়েক মাস ধরেই ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আসছে। তবে আজ সোমবার বোমাবর্ষণে ইসরায়েলের ঘোষিত স্থল অভিযানে রক্তের বন্যা বয়ে যাওয়ার আশঙ্কা আরও বেড়ে গেছে। জনাকীর্ণ রাফায় আটকে পড়াদের এখান থেকে পালানোর আর কোনো পথ অবশিষ্ট নেই। 

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল রোববার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা ছাড়া’ আইডিএফের রাফায় সামরিক অভিযান চালানো উচিত হবে না। 

তবে এ ধরনের আপত্তির তোয়াক্কা করছেন না নেতানিয়াহু। তিনি বলেন, গাজার দক্ষিণাঞ্চলে প্রবেশে নিষেধ করা মানে হলো ইসরায়েলকে পরাজিত হতে বলা। 

গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘আমরা জয়ের খুব কাছেই। আমরা অভিযান চালাব। আমরা রাফায় অবশিষ্ট হামাস যোদ্ধাদের শেষ করব। এটিই শেষ ঘাঁটি, আমরা হামলা করতে যাচ্ছি।’ 

গতকাল ইসরায়েলি সেনাবাহিনী রাফায় স্থল অভিযানের পরিকল্পনা চূড়ান্ত করে। ইসরায়েলি এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, নেতানিয়াহু রমজানের আগেই রাফা অভিযান শেষ করতে চান। আগামী মার্চের শুরুতেই এই অভিযান শুরু হবে বলে ইঙ্গিত দেন তিনি। 

নেতানিয়াহু বলেন, ইসরায়েল বেসামরিক নাগরিকদের নিরাপদে বের হওয়ার ব্যবস্থা করবে। তবে কীভাবে সে ব্যবস্থা করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে বিস্তৃত পরিকল্পনা করছি।’

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের