হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

২০ বছরে সবচেয়ে ভয়াবহ হামলা পশ্চিম তীরে, ৮ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আজ রোববার এ তথ্য দিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে গত ২০ বছরের মধ্যে এটাকেই ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা বলে ধরা হচ্ছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলেছে, পশ্চিম তীরের জেনিন শহরে বড় এক সাঁজোয়া যানের বহর নিয়ে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। তাদের গোলা বর্ষণে নিহত হয় ৫ জন। স্বাস্থ্য সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে জানিয়েছে, এ হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিনের শরণার্থীশিবিরে ড্রোন হামলাও করেছে আইডিএফ। এ ছাড়া, গত শনিবার জেনিনের সরকারি হাসপাতাল এবং ইবনে সিনা ক্লিনিক ঘিরে রেখেছিল ইসরায়েলি সেনারা। তারপর তারা অ্যাম্বুলেন্সে তল্লাশি চালায়। ভারী অস্ত্রের সাহায্যে তারা গুলি বর্ষণ করেছিল বলেও জানা গেছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে, সন্ত্রাস-বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মূল ভূখণ্ডের উত্তরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি জেনিন শরণার্থীশিবিরে অভিযান চালানো হয়েছে। গত আগস্টে দুই ইসরায়েলি নিহত হওয়ার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার জেনিনের কাছে কাবাতিয়াতে নিজ বাড়ির বাইরে ২৫ বছর বয়সী এক চিকিৎসককে হত্যা করেছে আইডিএফ। এ ছাড়া, রামাল্লা শহরের কাছে এল-বিরেহতে একজন এবং নাবলুসের দক্ষিণে একটি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় আরেক ফিলিস্তিনি নিহত হয়েছে।

গত ৭ অক্টোবর থেকেই গাজা অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা শুরু করে ইসরায়েল। পাশাপাশি তারা গাজায় স্থল অভিযান চালাতে থাকে। গাজার হামাস সরকারের তথ্যানুযায়ী, অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় ১৫ হাজার মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে অনেক শিশু রয়েছে। ইসরায়েলে হামাসের হামলায়ও মারা যায় ১ হাজার ২০০ ইসরায়েলি।

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক