হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভারতীয় ও ফিলিপিনো নার্সদের বিলাসবহুল গাড়ি উপহার দিল আবুধাবির হাসপাতাল

আজকের পত্রিকা ডেস্ক­

গাড়ি উপহার পাওয়া নার্সদের একাংশ। ছবি: গালফ নিউজ

আন্তর্জাতিক নার্স দিবসকে (১২ মে) সামনে রেখে আরব আমিরাতের আবুধাবি-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বুরজিল হোল্ডিংস তাদের নিরলস পরিশ্রমী নার্সদের অভিনব এক উপায়ে সম্মান জানিয়েছে। ‘ড্রাইভিং ফোর্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের ১০ জন নার্সকে উপহার হিসেবে টয়োটা আরএভি-ফোর মডেলের ১০টি গাড়ি দিয়েছে।

সোমবার গালফ নিউজ জানিয়েছে, এমন অভাবনীয় মুহূর্তে চোখে জল, কাঁপা কণ্ঠ আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো মিলনায়তন। উপহার পাওয়া নার্সদের মধ্যে ছিলেন ৬ জন ভারতীয়, ২ জন ফিলিপিনো এবং জর্ডান ও মিশর থেকে একজন করে নার্স।

প্রথমে তাঁদের মঞ্চে ডেকে আনা হয়েছিল ‘ভিডিও শুট’–এর অজুহাতে। তাঁরা তাঁদের জীবনের গল্প শেয়ার করবেন এমনটাই কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তাঁদের হাতে তুলে দেওয়া হয় নতুন গাড়ির চাবি। মজার বিষয় হলো, গাড়ির চাবি হাতে পেয়ে এটিকে একটি সাধারণ ম্যাচবক্সও ভেবে বসেন নার্সদের কেউ কেউ!

গাড়ি উপহার পেয়ে বুরজিল হাসপাতালের ফিলিপিনো নার্স মেই অ্যালেগ্রে বিস্ময়ে থমকে যান। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম ছোটখাটো একটা কিছু হবে। কখনো ভাবিনি জীবনে এ রকম কিছু পাব। কাজকে সব সময় ভালোবেসেছি, কিন্তু এমন সম্মান সত্যিই অপ্রত্যাশিত।’

ভারতীয় নার্স নাবিল মোহাম্মদ ইকবাল জানান তাঁর একটি গর্বের মুহূর্তের কথা। ২০ মিনিট পার হয়ে যাওয়ার পরও একজন হৃৎস্পন্দনহীন রোগীর জীবন ফিরিয়ে এনেছিলেন তিনি। তিনি বলেন, ‘৫০ মিনিট সিআরপি চালিয়েছি। সবাই আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু রোগী ফিরে এসেছিল। এটিই নার্সিং পেশার সৌন্দর্য।’

বুরজিল হোল্ডিংস গ্রুপের সিইও জন সুনীল এবং কো-সিইও সাফির আহমেদ নার্সদের হাতে গাড়ির চাবি তুলে দেন। জন সুনীল বলেন, ‘নার্সদের কাহিনি পত্রিকার শিরোনামে আসে না। কিন্তু এই পুরস্কারের মাধ্যমে আমরা বলতে চাইছি—আমরা আপনাদের দেখি, আপনাদের শ্রদ্ধা করি, আর আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা অসীম।’

জানা গেছে, এই সপ্তাহেই বুরজিল গ্রুপের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল সেন্টারে কর্মরত আরও ১০০ জন অসাধারণ নার্সকে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার