হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনে নিহতের সংখ্যা ছাড়াল ১১৫০০, নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের

ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১১ হাজার ৫০০। নিহতদের মধ্যে কেবল গাজা উপত্যকায় ১১ হাজার ৩০০ জনের বেশি। বাকিরা নিহত হয়েছে পশ্চিম তীরে। এদিকে, জাতিসংঘ প্রস্তাবিত গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবকে বাস্তবতাবিচ্ছিন্ন বলে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া বর্বর ইসরায়েলি হামলায় গাজা ও পশ্চিম তীরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫১৭। আহত হয়েছে আরও অন্তত ৩২ হাজার। নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে কেবল গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ১১ হাজার ৩২০ জন। এর মধ্যে আবার শিশুর সংখ্যাই ৪ হাজার ৬৫০। নিহতদের তালিকায় নারী ৩ হাজার ১৪৫ জন এবং বয়স্ক নাগরিক ৬৮৫ জন। এ ছাড়া এই অঞ্চলে আহতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ হাজার। হতাহতদের মধ্যে বাকিরা পশ্চিম তীরের। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের বাইরেও এখন পর্যন্ত ৩ হাজার ৬০০ ফিলিস্তিনি নিখোঁজ কিংবা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে। নিখোঁজ ব্যক্তিদেরও প্রায় অর্ধেক শিশু। সংখ্যার বিচারে অন্তত ১ হাজার ৭৫০ জন শিশু এখনো নিখোঁজ অথবা ধ্বংসস্তূপের নিচে। 

এদিকে গাজায় মানবিক যুদ্ধবিরতি ও একটি মানবিক সহায়তা করিডর স্থাপনের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে সেই প্রস্তাবকে বাস্তবতাবিচ্ছিন্ন বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইসরায়েল এই রেজল্যুশন মেনে চলবে না এবং এরই মধ্যে গাজার মানবিক পরিস্থিতির উন্নতির জন্য সম্ভাব্য সবকিছু করেছে ইসরায়েল। তিনি আরও বলেন, ‘এই কাউন্সিলে যে রেজল্যুশন গৃহীত হয়েছে, দুঃখজনকভাবে তা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন।’

ইসরায়েলি রাষ্ট্রদূত আরও বলেন, ‘এই পরিষদ...এখনো হামাস ৭ অক্টোবর যে গণহত্যা চালিয়েছে, তার নিন্দা করতে ব্যর্থ হয়েছে। প্রস্তাবটিতে কেবল গাজার মানবিক পরিস্থিতির ওপর দৃষ্টি নিবদ্ধ করে, কিন্তু সেদিন সেই সময়ে কী ঘটেছিল তা উল্লেখ করে না।’

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ: হামাসের নিরস্ত্রীকরণ, ইসরায়েলের সেনা প্রত্যাহার ইস্যুতে আলোচনায় যুক্তরাষ্ট্র

পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর আকাশসীমা খুলে দিল ইরান

দীর্ঘমেয়াদি যুদ্ধ নয়, ইরানে ‘দ্রুত ও চূড়ান্ত আঘাত’ হানতে চান ট্রাম্প

গাজায় যুদ্ধবিরতির ‘দ্বিতীয় ধাপ শুরু’, ‘সাজানো’ নাটক বলছেন বিশ্লেষকেরা

ইরাক থেকে ইরানে ঢোকার চেষ্টা করছে সশস্ত্র কুর্দিরা, ঠেকাতে সাহায্য করছে তুরস্ক

মার্কিন ঘাঁটিতে তৎপরতা, সতর্ক অবস্থানে ইরান