হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সম্মিলিত বাদ্যযন্ত্রে নিহত ইরানিদের স্মরণ করল তেহরান অর্কেস্ট্রা

আজকের পত্রিকা ডেস্ক­

তেহরানে অর্কেস্ট্রা পরিবেশন করছে তেহরান সিম্ফনি অর্কেস্ট্রা। ছবি: সিএনএন

তেহরানের বিখ্যাত আজাদি স্কয়ারে গতকাল বুধবার বিনা মূল্যের একটি কনসার্ট পরিবেশন করেছে তেহরান সিম্ফনি অর্কেস্ট্রা। আয়োজনটি ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের সংঘর্ষে নিহত ইরানিদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত জনতার সামনে অর্কেস্ট্রা পরিবেশন করে ‘অ্যাই ইরান’—যা ইরানের অনানুষ্ঠানিক জাতীয় সংগীত হিসেবে পরিচিত। এটি বহু বছর ধরে দেশপ্রেম ও প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। একসময় গানটি ইসলামি প্রজাতন্ত্র সরকারের বিরোধিতা করার অভিযোগে নিষিদ্ধও ছিল।

১৯৩৩ সালে প্রতিষ্ঠিত তেহরান সিম্ফনি অর্কেস্ট্রা একাধিক সরকার পরিবর্তন, সামরিক অভ্যুত্থান, বিপ্লব ও যুদ্ধের মধ্য দিয়ে টিকে আছে এবং বর্তমানে এটিকে ইরানি সংস্কৃতির দৃঢ়তার প্রতীক হিসেবে দেখা হয়।

এই অর্কেস্ট্রার সবচেয়ে সংকটময় সময়টি ছিল কঠোরপন্থী প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের শাসনামলে। সে সময় অর্থনৈতিক অবরোধ, আর্থিক সংকট ও অবহেলার কারণে এটি কার্যত বিলুপ্ত হয়ে যায়। পরে সংস্কারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে অর্কেস্ট্রাটি পুনরায় চালু করা হয়।

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষ চলাকালে থিয়েটার, সিনেমা ও কনসার্ট হলগুলো বন্ধ ছিল। তবে জনগণের মনোবল বাড়াতে সরকার এখন রাস্তায় সংগীত পরিবেশন, কবিতা পাঠের মতো সাংস্কৃতিক আয়োজনে উৎসাহিত করছে।

সরকার রাজধানীজুড়ে বিনা মূল্যের কনসার্ট ও পরিবেশনার ঘোষণা দিয়েছে এবং সিনেমা ও নাটকের টিকিটে অর্ধেক মূল্য চালু করেছে। এ ছাড়া আবারও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রদর্শনী শুরু হয়েছে।

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে