হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় বর্বর হামলার কারণে ইসরায়েল সফর বাতিল করলেন এরদোয়ান

গাজায় চলমান বর্বর হামলার কারণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েল সফরের পরিকল্পনা বাতিল করেছেন। আজ বুধবার আঙ্কারায় জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির পার্লামেন্টারি গ্রুপের বৈঠকে এরদোয়ান এ সিদ্ধান্তের কথা জানান। তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

বৈঠকে এরদোয়ান বলেন, গত ৭ অক্টোবরের সংঘর্ষ শুরুর আগে তিনি ইসরায়েল সফরের পরিকল্পনা করেছিলেন কিন্তু তিনি এখন সেই পরিকল্পনা বাতিল করেছেন। 

ইসরায়েলের সঙ্গে তুরস্কের কোনো বিরোধ নেই জানিয়ে এরদোয়ান বলেন, ‘তবে আঙ্কারা তেল আবিবের নৃশংসতাকে কখনোই সমর্থন দেবে না।’ 

ইহুদি জনগণ ভাল করেই জানে তুরস্কই একমাত্র ভূমি যা শতাব্দীর পর শতাব্দী ধরে ইহুদি বিদ্বেষমুক্ত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উসমানীয় যুগে অন্যান্য দেশ থেকে বিতাড়িত ইহুদিদের স্বাগত জানানোর কথাও উল্লেখ করেন তিনি। 

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় বোমাবর্ষণ করছে। ওই দিন সকালে হামাস সেনারা ২০ মিনিটের ব্যবধানে প্রায় ৫ হাজার রকেট ইসরায়েল দিকে নিক্ষেপ করে। একই সঙ্গে হামাস সেনারা স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে প্রবেশ করে। এর প্রতিশোধ নিতে বেপরোয়া ও বর্বর হয়ে উঠেছে দখলদার ইসরায়েলি বাহিনী। চলমান এ সংঘাতে এ পর্যন্ত প্রায় ৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যাদের মধ্য উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। 

গাজার ২৩ লাখ মানুষের খাদ্য, জল, ওষুধ এবং জ্বালানি শেষ হয়ে গেছে। গাজায় প্রয়োজনের চেয়ে নামমাত্র ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিচ্ছে ইসরায়েল।

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির