হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের হামলায় ৪০ ইসরায়েলি নিহত, যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েলি নিরাপত্তাব্যবস্থা। এরই মধ্যে অন্তত ৪০ ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ। 

হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, গাজা থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনি সশস্ত্র লোক ইসরায়েলের ভেতরে ঢুকে পড়েছেন। তাঁরা স্থল, জল ও আকাশপথ ব্যবহার করে ইসরায়েলে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাচ্ছেন। এ ছাড়া গাজা উপত্যকা আড়াই হাজারের বেশি রকেট ছুড়েছে। অন্তত ৪০ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছে, আহত হয়েছে পাঁচ শতাধিক। 

ইসরায়েলের সেনাবাহিনীও গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আকাশপথে হামলা শুরু করেছে। বেশি কিছু ইসরায়েলি নাগরিককে গৃহবন্দী করে ফেলে হামাসের সশস্ত্র যোদ্ধারা। 

এদিকে হামাসের এই আকস্মিক হামলায় প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে ফিলিস্তিনি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আজ শনিবার পরিস্থিতির প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তিনি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনীকে দেশের সবখানে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। 

মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনের ভূমি দখল করে বসবাসকারী এবং ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার অধিকার ফিলিস্তিনি মানুষের রয়েছে।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল