হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরাকে মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলা

ইরাকের উত্তরাঞ্চলীয় আরবিল বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে ড্রোন হামলা চালানো হয়েছে। ইরাকের কুর্দিশ বাহিনীর পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে গতকাল শনিবার এমনটি বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই হামলার কেউ হতাহত হয়নি। দুটি ড্রোন হামলা চালানো হয়েছিল। হামলাটি এমন সময় চালানো হলো যখন যুক্তরাষ্ট্র ৯ / ১১ হামলার ২০ বছর স্মরণ করছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিনিধি জানিয়েছেন, মার্কিন কনস্যুলেটের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি। পাশাপাশি আকাশে কালো ধোঁয়াও দেখতে পেয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, হামলার পর নিরাপত্তা বাহিনী বিমানবন্দরের প্রবেশ পথ বন্ধ করে দেয়। 

সম্প্রতি মার্কিন সেনা এবং কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার ঘটনা বেড়ে গেছে যুক্তরাষ্ট্রে। এই হামলাগুলোর দায় কেউই স্বীকার করে না। যদিও যুক্তরাষ্ট্র এই হামলাগুলোর জন্য  ইরানপন্থী সংগঠনগুলোকে দায়ী করে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আড়াই হাজারের মতো মার্কিন সেনা রয়েছে।

উল্লেখ্য, আরবিল ইরাকের কুর্দিস্তানের রাজধানী এবং একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এই অঞ্চলের নেতৃত্বে রয়েছে কুর্দিশ প্রেসিডেন্ট নেচরিভান বারযানি।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার