হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের যেসব শহর ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানী তেহরানসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা করেছে ইসরায়েল। ছবি: এএফপি

ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। কয়েক দিন ধরেই আশঙ্কা করা হচ্ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে ইসরায়েল হামলা চালাতে পারে। এ হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি এবং ২৫ বছর ধরে দেশটির পারমাণবিক শক্তিবিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসি নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। প্রাথমিক খবরে জানা গেছে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের ছয়টি স্থানে বিমান হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক ঘণ্টার মধ্যে অন্তত দুটি হামলা হয়েছে এবং তৃতীয় দফায় হামলা চলছে বলেও অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে। এই হামলায় ইরানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও পারমাণবিক স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।

যেসব স্থানে হামলার খবর নিশ্চিত:

রাজধানী তেহরান ও এর আশপাশের সামরিক স্থাপনা: ইরানের রাজধানী তেহরান এবং এর সামরিক ঘাঁটিগুলোতে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে।

নাতানজ শহর (তেহরানের দক্ষিণে) : এই শহরে ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের অবস্থান। ইসরায়েলি হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল এটি।

তাবরিজ শহর (তেহরানের উত্তর-পশ্চিমে) : এই শহরে একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং দুটি সামরিক ঘাঁটির কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

ইস্পাহান শহর (তেহরানের দক্ষিণে) : ইসরায়েলি হামলার শিকার হয়েছে ইস্পাহান শহরও।

আরাক শহর (তেহরানের দক্ষিণ-পশ্চিমে) : তেহরানের দক্ষিণ-পশ্চিমের আরাক শহরটিও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

কেরমানশাহ শহর (তেহরানের পশ্চিমে) : তেহরানের পশ্চিমে অবস্থিত কেরমানশাহ শহরেও হামলার খবর পাওয়া গেছে।

এই হামলার ফলে আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংঘাতের বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপের আহ্বান জানাচ্ছে। হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার