ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। স্থানীয় সময় আজ শনিবার ইসরায়েলি বাহিনী অভিযান চালানোর সময় গাড়িচালকদের উদ্দেশে পাথর ছোড়ায় ১৬ বছরের ওই কিশোরকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ১৬ বছর বয়সী ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, অভিযান চালনার সময় একদল লোক তাদের লক্ষ্য করে পাথর ছুড়ছিল। ওই কিশোরও সেই দলেই ছিল। তারা আরও জানিয়েছে, ফিলিস্তিনিদের ছোড়া ওই পাথর স্থানীয় ‘সাধারণ নাগরিকদের ঝুঁকির মুখে ফেলছিল’।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ‘সৈন্যরা ঘটনাস্থলে নিয়ম মেনেই অভিযুক্তদের পাথর ছোড়া থেকে বিরত রাখার চেষ্টা করছিল। শেষ প্রচেষ্টা হিসেবে তারা গুলি ছুড়েছিল।’
ঘটনাস্থলের নিকটবর্তী সিলওয়াদের মেয়র জানিয়েছেন, এ ঘটনার প্রতিবাদে গ্রামবাসী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে।’