হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কয়েক মিনিটের মধ্যে জাতিসংঘের নির্দেশ অমান্য করে গাজায় ইসরায়েলের হামলা

গাজার রাফায় ইসরায়েলকে অবিলম্বে অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় এই নির্দেশ জারি করেন জাতিসংঘের শীর্ষ এই আদালত। কিন্তু রায় ঘোষণা কিছুক্ষণের মধ্যেই রাফা শহরের কেন্দ্রে অবস্থিত শাবউরা ক্যাম্পে হামলা চালিয়ে জবাব দিয়ে ইসরায়েলি বাহিনী। 

বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক বিচার আদালতের সিদ্ধান্তের কয়েক মিনিট পরই ইসরায়েলি যুদ্ধবিমান রাফাহ শহরের কেন্দ্রস্থলে শাবউরা ক্যাম্পে টানা হামলা চালাতে শুরু করে। 

হামলাস্থলের কাছাকাছি কুয়েত হাসপাতালের একজন কর্মী বিবিসিকে জানান, বোমা হামলার শব্দ ছিল ভয়ঙ্কর। ক্যাম্পের ওপর আটকে ছিল এই হামলার কালো ধোঁয়া। 

কর্মীরা জানান, হামলার তীব্রতার কারণে হাসপাতালের উদ্ধারকারী দলগুলো অভিযানের স্থানে পৌঁছাতে পারছে না। 

ফিলিস্তিনের গাজায় শিগরিরই অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। পাশাপাশি পর্যাপ্ত ত্রাণ প্রবেশের জন্য গাজার দক্ষিণের রাফা ক্রসিং খুলে দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসরায়েলকে এক মাসের মধ্যে আইসিজেতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। 

জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে সদস্য দেশগুলোর। তবে আদেশ প্রতিপালনে বাধ্য করার জন্য প্রয়োজনীয় জনবল নেই এই আদালতের।

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি

সিরিয়ায় বাশারের পতনের ১ বছর: স্বপ্ন কিছুটা সত্যি, এখনো অনেক কাজ বাকি