হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমান উপকূলে ইসরায়েলি ট্যাংকারে হামলা, নিহত ২ 

ইসরায়েলের কোম্পানির ব্যবস্থাপনায় চলা একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার আরব সাগরের ওমান উপকূলে এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

জোডিয়াক ম্যারিটাইম নামের ইসরায়েলি ওই কোম্পানির অভিযোগ, তাদের ট্যাংকার জলদস্যুতার শিকার।

সমুদ্র নিরাপত্তা তথ্য সরবরাহকারী যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) বলছে, ট্যাংকারটিতে হামলার ঘটনা জলদস্যুতা নয়। হামলার সময় ট্যাংকারটির অবস্থান ছিল ওমানের দুকম বন্দর থেকে আনুমানিক ১৫২ নটিক্যাল মাইল দূরে। বিশ্লেষকেরা বলছেন, ইরানের পক্ষ থেকেই ইসরায়েলের ওই ট্যাংকারে হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি ধনকুবের ইয়াল ওফেরের জোডিয়াক গ্রুপের অংশ লন্ডনভিত্তিক জোডিয়াক ম্যানেজমেন্ট শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন রোমানিয়ান এবং অপরজন যুক্তরাজ্যের নাগরিক। 

জাহাজের গতিপথ পর্যবেক্ষণকারী কোম্পানির তথ্য অনুযায়ী, মার্সার স্ট্রিট নামের মাঝারি আকারের ট্যাংকারটি তানজানিয়ার দারুস সালাম বন্দর থেকে রওনা হয়ে সংযুক্ত আরব আমিরাতের সমুদ্রবন্দর ও তেল টার্মিনাল ফুজাইরার দিকে যাচ্ছিল।
 
 ইসরায়েলের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 উল্লেখ্য, কয়েক মাস ধরে ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে জাহাজে হামলার অভিযোগ তুলে আসছে।

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির