হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিবাদ ভুলে কর্মস্থলে ফিরলেন ইরান-পাকিস্তানের রাষ্ট্রদূতেরা

ইরান ও পাকিস্তান পরস্পরের ভূখণ্ডে হামলার পর সৃষ্ট উত্তেজনা কাটিয়ে দুই দেশের রাষ্ট্রদূতেরা নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক রাসুল মুসাভি এ তথ্য জানিয়েছেন। 

আজ শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইরনা’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

রাসুল মুসাভি বলেন, গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিনি মোকাদ্দাম ও ইরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মুহাম্মাদ মুদাসসির টিপু নিজ নিজ কর্মস্থলে ফিরে গেছেন। 

ইরান ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির খবর প্রচারের ব্যাপারে সতর্কতা অবলম্বন করার জন্য দুই দেশের গণমাধ্যগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মুসাভি। 

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পূর্ণমাত্রায় চালু হওয়ায় উভয় দেশের সরকার ও জনগণ সন্তোষ প্রকাশ করেছে। 

সম্প্রতি ইরান সীমান্তবর্তী পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আশ্রয় গ্রহণকারী ইরানি জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এ ঘটনার জের ধরে পরদিন ইসলামাবাদ তেহরানে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয় এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত যিনি তখন ছুটিতে ছিলেন, তাঁকে পাকিস্তানে ফিরে যেতে নিষেধ করে। 

এর মাধ্যমে কার্যত ইরানের সঙ্গে পূর্ণমাত্রার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। এরপর দেশটি ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসলামাবাদ দাবি করে, তারা ইরানের অভ্যন্তরে পাকিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালিয়েছে। 

আকস্মিকভাবে এসব ঘটনার ফলে ইরান ও পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু শেষ পর্যন্ত ওই উত্তেজনার পরিসমাপ্তি ঘটাল তেহরান ও ইসলামাবাদ।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ আছে ইরান: পেজেশকিয়ান

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের