হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি হামলায় দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রে উৎপাদন স্থগিত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

ইসরায়েলের ড্রোন হামলার পর ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি অংশে গ্যাস উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ বুশেহর প্রদেশের ফেজ-১৪ ইউনিটে আগুন লাগার কারণে দৈনিক প্রায় ১ কোটি ২০ লাখ ঘনমিটার গ্যাস উৎপাদন বন্ধ করা হয়েছে। তেল মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরো ইউনিট পুনরায় চালু না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ স্থগিত থাকবে।

তেল মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফেজ ১৪ এর চারটি ইউনিটের মধ্যে একটি ইউনিটে আগুন লাগার ফলে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। আগুন নেভানো হয়েছে এবং সংশ্লিষ্ট টিম দ্রুত পুনরুদ্ধার কাজ শুরু করেছে।

ব্যাকগ্রাউন্ড: কেন গুরুত্বপূর্ণ দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র?

দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র হলো বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র, যা ইরান ও কাতার যৌথভাবে ব্যবহার করে। কাতারের অংশটিকে “নর্থ ফিল্ড” নামে ডাকা হয়। এই গ্যাসক্ষেত্র ইরানের মোট গ্যাস উৎপাদনের প্রায় ৬৫–৭০ শতাংশ যোগান দেয়।

এর উৎপাদিত গ্যাস ইরানের ঘরোয়া চাহিদা, পেট্রোকেমিক্যাল শিল্প ও রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ফেজ ১৪ এর উৎপাদন অব্যাহত না থাকলে দেশটির জ্বালানি খাতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে, বিশেষত এমন সময়ে যখন ইসরায়েলি হামলা দেশটির একাধিক পরমাণু ও সামরিক স্থাপনায় ভয়াবহ ক্ষতি করেছে।

ট্রাম্পকে ‘শয়তান’ আখ্যা দিল ইরান, ষড়যন্ত্র ভন্ডুলের দাবি

সৌদি আরবের হামলায় আমিরাতপন্থী ৭ বিচ্ছিন্নতাবাদী নিহত, ইয়েমেনে নতুন উত্তেজনা

ইরানের গণ-অভ্যুত্থান ইতিহাসকে এগিয়ে নেবে—স্বর্ণপামজয়ী জাফর পানাহি

অর্থনৈতিক সংকটে দুর্বল ইরান বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত বেড়ে ৬

অর্থনৈতিক মন্দায় বিক্ষুব্ধ ইরান, জোরালো হচ্ছে সরকার পরিবর্তনের দাবি

ইরানে ভয়াবহ অর্থনৈতিক সংকট, বিক্ষোভ ও সহিংসতায় নিহত ১

গত বছর দেশ ছেড়ে চলে গেছে ৬৯ হাজার ইসরায়েলি

গাজায় এনজিওর কার্যক্রম বন্ধ করল ইসরায়েল, ব্যাপক বিপর্যয়ের শঙ্কা

গাজা-পশ্চিম তীরের ৩৭ ত্রাণ সংস্থার লাইসেন্স ১ জানুয়ারি থেকে স্থগিত করেছে ইসরায়েল

ইয়েমেন সংঘাতে মুখোমুখি অবস্থানে সৌদি ও আরব আমিরাত