ইসরায়েলের ড্রোন হামলার পর ইরানের দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের একটি অংশে গ্যাস উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ বুশেহর প্রদেশের ফেজ-১৪ ইউনিটে আগুন লাগার কারণে দৈনিক প্রায় ১ কোটি ২০ লাখ ঘনমিটার গ্যাস উৎপাদন বন্ধ করা হয়েছে। তেল মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও পুরো ইউনিট পুনরায় চালু না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ স্থগিত থাকবে।
তেল মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ফেজ ১৪ এর চারটি ইউনিটের মধ্যে একটি ইউনিটে আগুন লাগার ফলে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। আগুন নেভানো হয়েছে এবং সংশ্লিষ্ট টিম দ্রুত পুনরুদ্ধার কাজ শুরু করেছে।
ব্যাকগ্রাউন্ড: কেন গুরুত্বপূর্ণ দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র?
দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র হলো বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্র, যা ইরান ও কাতার যৌথভাবে ব্যবহার করে। কাতারের অংশটিকে “নর্থ ফিল্ড” নামে ডাকা হয়। এই গ্যাসক্ষেত্র ইরানের মোট গ্যাস উৎপাদনের প্রায় ৬৫–৭০ শতাংশ যোগান দেয়।
এর উৎপাদিত গ্যাস ইরানের ঘরোয়া চাহিদা, পেট্রোকেমিক্যাল শিল্প ও রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
ফেজ ১৪ এর উৎপাদন অব্যাহত না থাকলে দেশটির জ্বালানি খাতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে, বিশেষত এমন সময়ে যখন ইসরায়েলি হামলা দেশটির একাধিক পরমাণু ও সামরিক স্থাপনায় ভয়াবহ ক্ষতি করেছে।