হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়া বিশ্বের জন্য হুমকি নয়, নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান আল শারার

সিরিয়াকে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে চান এমন অভিযোগ রয়েছে শারার বিরুদ্ধে। ছবি: সংগৃহীত

সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে বর্তমানে দেশটির কার্যত নেতা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আহমেদ আল-শারা ওরফে আবু মুহাম্মদ আল-জোলানি বলেছেন, সিরিয়া এখন যুদ্ধক্লান্ত। এটি বর্তমানে প্রতিবেশী দেশ বা পশ্চিম বিশ্বের জন্য হুমকি হওয়ার সুযোগ নেই।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদমাধ্যমটি।

আহমেদ আল-শারা বলেন, ‘এত কিছুর পর এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। কারণ এগুলো পুরোনো সরকারকে লক্ষ্য করে আরোপ করা হয়েছিল। অত্যাচারীর সঙ্গে করা আচরণ ভুক্তভোগীর সঙ্গেও করা উচিত নয়।’

তিনি আরও বলেন, এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রাখা উচিত নয়। এইচটিএস বেসামরিক নাগরিক বা এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানায়নি। তারা নিজেরাই আসাদ সরকারের অপরাধের শিকার।

এর আগে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ অনেক দেশ এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল। ২০১৬ সালে আল-কায়েদা থেকে আলাদা হয়ে জন্ম নেয় এইচটিএস।

সিরিয়াকে আফগানিস্তানের মতো একটি রাষ্ট্রে পরিণত করতে চান এমন অভিযোগ রয়েছে শারার বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, দুই দেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তাদের ঐতিহ্যও আলাদা। আফগানিস্তান ছিল একটি উপজাতীয় সমাজ। সিরিয়ার আলাদা মানসিকতা রয়েছে।

তিনি নারী শিক্ষায় বিশ্বাস করেন উল্লেখ করে শারা বলেন, ‘ইদলিবে আট বছর ধরে বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ে নারীদের উপস্থিতি ৬০ শতাংশের বেশি।’ সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিব ২০১১ সাল থেকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

সিরিয়ায় মদ্যপান অনুমোদিত হবে কি না—শারাকে জিজ্ঞেস করা হয়েছিল। তিনি উত্তরে বলেন, ‘অনেক কিছুই আমি বলার অধিকারী নই, কারণ সেসব আইনি বিষয়।’

শারা বলেন, আইন বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যারা সংবিধান লিখবে। এই সংবিধান অনুযায়ী যে কোনো শাসক বা প্রেসিডেন্টকে চলতে হবে।

আহমদ আল-শারার নেতৃত্বে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গত সপ্তাহে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, যার মাধ্যমে আসাদ পরিবারের পাঁচ দশক ধরে চলা কঠোর শাসনের অবসান ঘটেছে।

গত শনিবার এইচটিএসের এই নেতা বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ এবং সংঘর্ষে বিধ্বস্ত সিরিয়ার বর্তমান অবস্থা নতুন কোনো সংঘাতের অনুমতি দেয় না। এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো দেশের পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিশ্চিত করা, এমন কোনো বিরোধে জড়ানো নয়, যা আরও ধ্বংস ডেকে আনতে পারে।’ আল-শারা জোর দিয়ে বলেন, ‘কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করাই এখন একমাত্র বাস্তবসম্মত পথ।’ তবে তিনি সতর্ক করেন, ‘অপরিকল্পিত সামরিক অভিযান’ কারও জন্য লাভজনক হবে না।

তবে, অনেক সিরীয় এখনো শারাকে বিশ্বাস করেন না। শারা তাঁর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের চেষ্টা করছেন। বিবিসিকে সাক্ষাৎকার দেওয়ার সময় বেসামরিক পোশাক পরেছিলেন তিনি। বোঝাতে চেয়েছেন, বিদ্রোহী গোষ্ঠীর নেতা আহমদ আল শারার অতীতের চরমপন্থী দৃষ্টিভঙ্গি নতুন সিরিয়া গঠনে প্রভাব ফেলবে না।

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল