ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় কর্মকর্তাদের বরাতে মেহের নিউজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় কর্মকর্তাদের বরাতে জানা যায়, এসমাইল ফেকরি নামের ওই ব্যক্তিকে ২০২৩ সালে গ্রেপ্তার করা হয়। তিনি অর্থের বিনিময়ে গোপন তথ্য মোসাদের কাছে পাঠানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ আনা হয়।
সম্প্রতি ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মৃত্যুদণ্ড কার্যকর করার মধ্যে তিনি তৃতীয় ব্যক্তি বলে মনে করা হচ্ছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত শুক্রবারের পর থেকে দেশটিতে আরও কয়েকজন সন্দেহভাজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি এজেই জানিয়েছেন, চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে যেসব ব্যক্তি ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন, তাঁদের বিচার দ্রুত সম্পন্ন হওয়া উচিত।
অন্যদিকে গতকাল রোববার ইসরায়েলের দুই নাগরিককে তেহরানের পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত সপ্তাহে তেল আবিবে ১৩ বছর বয়সী এক কিশোরকেও অনুরূপ অভিযোগে আটক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।