হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের ভিডিওতে নেতানিয়াহুকে ‘বন্দী চুক্তি’ করার আহ্বান ইসরায়েলি জিম্মির

গাজায় বন্দী এক ইসরায়েলি জিম্মি হামাসের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করার জন্য নিজ দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সোমবার হামাসের প্রকাশিত এক ভিডিও বার্তায় এই আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, ভিডিও বার্তায় গাজায় জিম্মি হয়ে থাকা এক ইসরায়েলি নারী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করার তাগাদা দিয়েছেন।

নিজের পরিচয় প্রকাশ না করলেও ওই নারী ভিডিও বার্তায় দাবি করেছেন, ৭ অক্টোবর ইসরায়েলি বসতিতে হামাসের আকস্মিক হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। ওই হামলায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছিল এবং ২২০ জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।

ইসরায়েলি ওই নারী বলেন, ‘আপনি আমাদের মারতে বসেছেন। আপনি কি আমাদের মারতে চান? আপনি কি চান আর্মি আমাদের মেরে ফেলুক?’

নেতানিয়াহুর উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি সবাইকে খুন করেছেন—এটা কি যথেষ্ট নয়? আমাদের মুক্ত করুন এখনই।’

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় টানা বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৮ হাজার ২৬০ জন সাধারণ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা নিহতের কয়েক গুণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করেছে, গাজায় বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে এখনো সহস্রাধিক মানুষের দেহাবশেষ রয়ে গেছে; যেগুলো নিহতদের তালিকায় এখনো যুক্ত হয়নি।

বন্দী ইসরায়েলিদের মুক্তি ও হামাসের নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়ার জন্য গাজার ভেতর সীমিত আকারে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি পদাতিক সেনারা। ইতিপূর্বে হামাস দাবি করেছিল, ইসরায়েল বোমা হামলা করে নিজ দেশেরই প্রায় ৫০ জন জিম্মিকে মেরে ফেলেছে।

ফোরাতের তীরে কুর্দি বিদ্রোহের চূড়ান্ত পতন, এসডিএফের তেলক্ষেত্র এখন সিরিয়া সরকারের নিয়ন্ত্রণে

ইরানে বিক্ষোভে নিহত অন্তত ৫০০০, স্বীকার করল কর্তৃপক্ষ

গাজা শাসনে গঠিত টেকনোক্র্যাট সরকারের কাজ কী

গাজার টেকনোক্র্যাট সরকারে কারা থাকছেন—জানাল হোয়াইট হাউস

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির