হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা থেকে ৫ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলি বাহিনীর 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা গাজা থেকে অন্তত ৫ জন জিম্মির মরদেহ উদ্ধার করেছে। হামাস গত বছরের ৭ অক্টোবর তাদের সবাইকে হত্যা করেছিল বলে দাবি করেছে আইডিএফ। পরে তাদের মরদেহ গাজায় নেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আইডিএফ দাবি করেছে, গতকাল বুধবার ওই পাঁচজনের মরদেহ দক্ষিণ গাজার একটি অঞ্চল থেকে উদ্ধার করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর একটি টহল দল গতকাল তাদের মরদেহ উদ্ধার করে। আইডিএফ তাদের নাম-পরিচয়ও নিশ্চিত করেছে। 

নিহতদের মধ্যে দুজন আইডিএফের সদস্য। ওই পাঁচজন হলেন—রাভিদ কাটজ (৫১), মায়া গোরেন (৫৬), ওরেন গোলডিন, (৩৩), সার্জেন্ট কিরিল ব্রডস্কি (১৯), স্টাফ সার্জেন্ট তোমার ইয়াকভ আহিমাস (২০)। আইডিএফ অনেক আগেই এই পাঁচজনকে মৃত বলে ঘোষণা করেছিল। তবে গতকাল বুধবার পর্যন্ত ওই পাঁচজনের মরদেহ হামাসের দখলে ছিল। 

আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল বুধবার গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর সেনা, আইডিএফের ৯৮ তম ডিভিশনের স্পেশাল ফোর্সের সদস্য ও সেনা গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের একটি যৌথ দল ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করে। 
 
বিবৃতি অনুসারে, শিন বেতের সদস্যরা গাজা থেকে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে খান ইউনিসের ওই অঞ্চলে তল্লাশি চালায় এবং ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করে।

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের