হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা ইসরায়েলি আদালতে বহাল

ইসরায়েলের একটি আপিল আদালত গতকাল বুধবার একজন ম্যাজিস্ট্রেটের আদেশকে খারিজ করে দিয়ে আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ম্যাজিস্ট্রেট আল-আকসা প্রাঙ্গণে ইহুদিদের প্রার্থনায় নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলে ফিলিস্তিনিদের ক্ষোভ উসকে দিয়েছিলেন। 

আল আকসা মসজিদ প্রাঙ্গণকে ইহুদিরা তাঁদের প্রাচীন প্রার্থনালয় হিসেবে বিশেষ শ্রদ্ধা করে। কয়েক দশকের ‘স্থিতাবস্থার’ অংশ হিসেবে ইহুদিরা প্রার্থনা থেকে বিরত থাকবে—এমন শর্তে আল আকসা প্রাঙ্গণ পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছিল ইসরায়েলিদের। কিন্তু পবিত্র এ প্রাঙ্গণে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। প্রার্থনালয়টি জেরুজালেমের পুরোনো শহরে অবস্থিত।

এর আগে তিনজন ইহুদি যুবক আল আকসা প্রাঙ্গণে প্রার্থনা করলে পুলিশ তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলে। পরে তারা জেরুজালেম ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশের এ ধরনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন। এরপর আদালত রায় দেয় যে তাদের কর্মকাণ্ড শান্তি লঙ্ঘন করেনি। 

আদালতের এমন রায়ের প্রতিবাদ করেন ফিলিস্তিনিরা। অন্যদিকে স্থিতাবস্থা বজায় রাখার প্রতিশ্রুতি দেয় ইসরায়েল। 

এরপর ওই রায়ের বিরুদ্ধে গত বুধবার জেরুজালেম জেলা আদালতে আবেদন করে রাষ্ট্র। দিনভর আলোচনার পর বিচারক এইনাত আভমান-মোলের তাঁর আদেশে বলেন, ‘টেম্পল মাউন্টের বিশেষ সংবেদনশীলতা নিয়ে বাড়াবাড়ি হতে পারে না।’ আল আকসাকে হিব্রু ভাষায় টেম্পল মাউন্ট বলা হয়। 

বিচারক আরও বলেন, ‘সেখানে ইহুদি প্রার্থনার অধিকার ‘নিরঙ্কুশ’ নয়। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার মতো অন্যান্য স্বার্থকে এড়িয়ে যাওয়া উচিত হবে না।’ 

রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে আসামিদের আইনজীবী নাতি রম বলেছেন, ‘এটি অদ্ভুত এবং দুঃখজনক যে এই একুশ শতকে একটি ইহুদি ও গণতান্ত্রিক দেশে ইহুদিদের মৌলিক মানবাধিকার এভাবে ক্ষতিগ্রস্ত হবে।’ 

এ বছর ইহুদিদের পাসওভার উৎসব এবং মুসলিমদের রমজান একই সময়ে পড়েছিল। ফলে ইহুদিরে উপস্থিতি বেড়েছিল আল আকসা প্রাঙ্গণে। এতে ফিলিস্তিনের মধ্যে অস্বস্তি বাড়ে এবং দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এখানে যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অংশীদার হিসেবে আল আকসার অভিভাবকের দায়িত্ব পালন করছে জর্ডান। তারাও উদ্বেগ প্রকাশ করেছে। 

আগামী ২৯ মে জেরুজালেম দখলের বর্ষপূতি উপলক্ষে ইসরায়েলিদের পতাকা পদযাত্রার কথা রয়েছে। এই কর্মসূচিকে ঘিরে প্রতি বছরই উত্তেজনা সৃষ্টি হয়। উল্লেখ্য, ১৯৬৭ সালের ২৯ মে জেরুজালেম দখল করেছিল ইসরায়েল। 

এদিকে মার্কিন দূতাবাস এক নির্দেশনায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাস জানিয়েছে, রোববার যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা কেউই ওল্ড সিটিতে প্রবেশ করতে পারবে না।

সিরিয়ায় নতুন বিদ্রোহের প্রস্তুতি—নেপথ্যে আসাদের নির্বাসিত গোয়েন্দাপ্রধান ও চাচাতো ভাই

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল