হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ে ক্ষতিপূরণ চেয়ে ১৪ হাজার আবেদন

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: এক্স

গত শুক্রবার ভোরে বিনা উসকানিতে ইরানে হামলা করে ইসরায়েল। সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে দাবি ইরানের। এরপর পাল্টা হামলা শুরু করে ইরান। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। সংঘাতে এ পর্যন্ত দুই শতাধিক এবং ইসরায়েলে প্রায় ৩০ জন নিহতের খবর পাওয়া গেছে। তেল আবিব, হাইফা, বাত ইয়ামের মতো বড় শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

এদিকে গতকাল সোমবার রাতে একটানা সাইরেন বাজছিল। ফলে ইসরায়েলিরা প্রায় সারা রাত আশ্রয়কেন্দ্রে যাওয়া-আসা করেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের কোথায় আঘাত হেনেছে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। নেগেভের খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়েছে বলে কিছু রিপোর্টে জানানো হয়েছে।

তবে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ে এরই মধ্যে ১৪ হাজারটি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। ২৪টি ভবন ইতিমধ্যে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

এটি এমন এক সময়ে ঘটল, যখন তেল শোধনাগার এবং অন্যান্য শোধনাগার, বিশেষ করে বন্দরনগরী হাইফাতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। হাইফার বিদ্যুৎকেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান আরও ক্ষেপণাস্ত্র হামলা করতে পারে বলে উদ্বিগ্ন ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান ইসরায়েলের দিকে আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে কাজ করছে।

এর আগে গত রাতে ইসরায়েলের দিকে ছোড়া ৩০টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ।

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়

এবার আর টার্গেট মিস হবে না! ট্রাম্পের রক্তাক্ত মুখ দেখিয়ে এ কী বার্তা দিল ইরানের টিভি

বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার পর নতিস্বীকার, এরফান সোলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানকে ট্রাম্পের হুমকির পর দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি