হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় বিস্ফোরণে উড়ে গেল ইসরায়েলের সাঁজোয়া যান, ৭ সেনা নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

গাজায় যুদ্ধরত ইসরায়েলি সেনারা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা উপত্যকার খান ইউনিসে এক বিস্ফোরণের ঘটনায় কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের সাত সৈন্য নিহত হয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে আইডিএফ নিহতদের মধ্যে ছয়জনের নাম প্রকাশ করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলো—লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনোভস্কি, স্টাফ সার্জেন্ট রোনেল বেন-মোশে, স্টাফ সার্জেন্ট নিভ রাডিয়া, সার্জেন্ট রোনেন শাপিরো, সার্জেন্ট শাহার মানোয়াভ ও সার্জেন্ট মায়ান বারুচ পার্লস্টাইন।

গতকাল মঙ্গলবার গাজার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় একটি রিপোর্ট আসে, যেখানে বলা হয় ৬০৫তম ব্যাটালিয়নের সৈন্যদের বহনকারী একটি ‘পিউমা’ সাঁজোয়া যান বিস্ফোরণের শিকার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক হামলাকারী ওই সাঁজোয়া যানে বিস্ফোরক স্থাপন করতে সক্ষম হয়।

বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করে। একটি ডি-৯ বুলডোজারের মাধ্যমে যানটি বালু দিয়ে ঢেকে সেটিকে গাজা থেকে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়। এর আগে একই দিন বিকেল ৪টা ২৫ মিনিটে খান ইউনিসে আইডিএফের সেনাদের সঙ্গে হামাসের বন্দুকযুদ্ধ হয় বলে আইডিএফ জানায়।

সেই সংঘর্ষে ৬০৫তম ব্যাটালিয়নের একটি ইউনিট, যা ৫১তম ব্যাটালিয়নের কমব্যাট টিমের অংশ ছিল, তারা হামাসের অ্যান্টি-ট্যাংক হামলার শিকার হয়। এতে দুজন সেনা আহত হয়—এর মধ্যে একজনের অবস্থা গুরুতর, অন্যজনের অবস্থা সামান্য।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিস্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র